SSC: কলকাতা হাইকোর্টে পাল্টা প্রশ্ন এসএসসি-পর্ষদের, আদালত অবমাননার মামলায় নয়া মোড়

3499
এসএসসি কলকাতা হাইকোর্ট

নিউজ ডেস্ক: এবার কলকাতা হাইকোর্টে কিছুটা স্বস্তি পেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC)।এখনই OMR প্রকাশ করতে হচ্ছে না, হাইকোর্টে আপাতত স্বস্তি পেল কমিশন। আইনি প্রশ্নে ঝুলে রইল কলকাতা হাইকোর্টে এই মামলা। আদালত অবমাননার মামলার শুনানি হাইকোর্ট না সুপ্রিম কোর্টে? কোন আদালতে হবে? এই আইনি প্রশ্নের নিষ্পত্তি আগে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। 

এসএসসি আইনজীবী সপ্তাংশু বোসে’র সওয়াল ছিল, OMR প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্ট শুনতে পারে। কলকাতা হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় কোনও অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে।  

মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্তে’র সওয়াল ছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্ট কোনও পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতে হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি অ্যাডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি অ্যাডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্টে আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়। তাই মধ্যশিক্ষা পর্ষদ অবমাননার মামলার ক্ষেত্রে কোনও অবস্থান জানাতে পারছে না। 

পড়ুন:  শিক্ষকদের জন্য গুরুত্বপুর্ন বিজ্ঞপ্তি পর্ষদের, রবিবার পরীক্ষার কাজ করলে মিলবে অতিরিক্ত ছুটি

যদিও আইনজীবী বিকাশ ভট্টাচার্য এ দিন আদালতে বলেন, ‘সাংবিধানিক আদালতের নিজস্ব ক্ষমতা আছে অবমাননার মামলা শোনার৷’ আগামী সোমবার ফের এই মামলার শুনানি। এই আদালতে গ্রহণযোগ্যতার প্রশ্নে সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।

বিচারপতিও মামলাকারীদের উদ্দেশে বলেন, সুপ্রিম কোর্ট যখন কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর কিছু পরিবর্তন করেছে, তখন কি আদালত অবমাননার মামলা এই আদালতে হতে পারে?

পড়ুন:  SSC: অক্টোবর মাস জুড়ে প্রথম দফার কাউন্সেলিংয়ের সূচি প্রকাশ, আদালত অবমাননার মুখে এসএসসি?

চিহ্নিত অযোগ্যদের বেতন ফেরতে কী পদক্ষেপ করেছে পর্ষদ? সেক্ষেত্রে অবশ্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের এই অংশ বহাল রেখেছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চ। জানানো হয়েছে, ‘‘মামলা আদালতে গ্রাহ্য না হওয়ায় আমরা কোনও অবস্থান জানাতে পারছি না।’’