কোর্ট বললেই তালিকা, রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা,আইনজ্ঞদের অনুমতি মেলেনি: ব্রাত্য বসু

1965
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

নিউজ ডেস্ক: ডেডলাইনই পার হয়েছে, তবে যোগ্যদের তালিকা প্রকাশ করল না স্কুল সার্ভিস কমিশন (SSC)।দাবি আদায়ে রাতভর এসএসসি দফতর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের। চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দফতরেই আটকে এসএসসির চেয়ারম্যান। গোটা বিষয় নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কোর্ট বললেই তালিকা প্রকাশ হবে, রিভিউ পিটিশন পর্যন্ত অপেক্ষা করার বার্তা দিলেন শিক্ষামন্ত্রী। 

পড়ুন:  শিক্ষক পদে স্কুলে যোগ দিতে হয়রানি, এবার ডিআইদের বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

শুধু এসএসসি দফতর নয়, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদেও চাকরিহারা শিক্ষাকর্মীদের ঘেরাও। ‘অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে সরকার’, এমনই দাবি যোগ্য চাকরিহারাদের। মধ্যরাতে ফের এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। পুলিশকে ঠেলে বের করে দিলেন আন্দোলনকারীরা। (SSC Scam)। আলাদা করতেই হবে যোগ্য-অযোগ্য। স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় বিভাজনের কৌশল দেখছেন চাকরিহারা।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বললেন, “যাঁরা যোগ্য বঞ্চিত শিক্ষক, সময়মতোই বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি। এখানে জলঘোলা করার কোনও ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা।”

পড়ুন:  SSC: শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা অঙ্কিতার, চাকরি ফেরত মামলা খারিজ, কেন?

এদিকে, সোমবার রাত ১২টার পরে এসএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বিবৃতিতে বলেন, ‘‘২০১৬ সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে। এবং বিভাগ কর্তৃক জানানো হচ্ছে, যে শিক্ষকেরা চাকরি করেছেন, তাঁদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে।’’ অন্য দিকে, বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা জানিয়ে দেন, যোগ্য-অযোগ্যের তালিকা না পেলে তাঁদের আন্দোলন চলবে।