নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এর মধ্যে যারা অযোগ্য, তাঁদের বেতন থেকে প্রাপ্ত টাকা সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। গোটা বিষয় নিয়ে ফের মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ২১ এপ্রিলের মধ্যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী। চাকরিহারা শিক্ষাকর্মীদেরও ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ করার আইনি ‘রক্ষাকবচ’ চাওয়া হবে বলেও জানিয়েছেন ব্রাত্য।
গ্রুপ ডি এবং গ্রুপ সি শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠকে এই আশ্বাসই দিয়েছেন ব্রাত্য বসু। শিক্ষাকর্মীরা যদিও জানিয়ে দিলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। শিক্ষামন্ত্রী জানালেন, ২১ তারিখের মধ্যেই ‘যোগ্য-অযোগ্য’-দের তালিকা প্রকাশ করা হবে।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বৈঠক শেষে বলেন, ‘‘আমরা তো আগেই জানিয়েছি যোগ্য-অযোগ্যদের তালিকা ২১ তারিখের মধ্যেই প্রকাশ করব। সেটাই আমরা অনুসরণ করছি। শিক্ষাকর্মীরা আমার কাছে এসেছিলেন। আইনি সহায়তা দেওয়ার বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। এর বাইরে বেশি কিছু বলার নেই। বললে আদালত অবমাননা হবে।’’
তৃণমূল ভবনে প্রায় এক ঘণ্টা ধরে ব্রাত্যের সঙ্গে চাকরিহারা শিক্ষাকর্মীদের বৈঠক চলে। তার পরেই শিক্ষাকর্মীদের তরফে ব্রাত্যের আশ্বাসের কথা জানানো হয়। শিক্ষাকর্মী সুজয় বলেন, ‘‘আমাদের আশ্বাস দেওয়া হয়েছে, শিক্ষকদের কাজ করার জন্য যেমন ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নেওয়া হয়েছে, তেমন আমাদের ক্ষেত্রেও নেওয়া হবে। দু’-এক দিন পর থেকে আইনি প্রক্রিয়া শুরু করা হচ্ছে বলে আমাদের জানানো হয়েছে। আমাদের নিয়ে আবেদন জানানো হবে বলেই জানানো হয়েছে। যত ক্ষণ না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে আমাদের আন্দোলন চলবে।’’