SSC: ‘কোনো লাভ হবে না, চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা নেই’ রিভিউ পিটিশন নিয়ে একি বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

1886
বিকাশরঞ্জন ভট্টাচার্য

SSC: কলকাতা হাইকোর্টের নির্দেশ মান্য করে শনিবার বিকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ সরিয়ে নিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। তবে চাকরি ফিরে পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরইমধ্যে চাকরিহারাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “চাকরি ফেরত পাওয়ার সম্ভাবনা নেই। নতুন পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে।”  

পড়ুন:  রাজ্যের একটি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, কোন বিষয়ে পড়াতে হবে?

বিকাশবাবু বলেন, ”আপনারা কেউ চাকরি ফিরে পাবেন না। আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হবে, তার জন্য তৈরি হন। সরকার চাকরিহারাদের ভুল বোঝাচ্ছে। রিভিউ পিটিশন করেও কোনও লাভ হবে না।”

শনিবার সকালে চাকরিহারাদের একটি প্রতিনিধিদল বিকাশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। সিপিএম নেতা তাদের উদ্দেশে বলেন, “রিভিউ পিটিশন করেও কোনো লাভ হবে না। সরকার আপনাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। অযোগ্যদের তালিকায় ৭,২৫০ জনের বদলে আরও অনেক বেশি নাম রয়েছে।” তাঁর এই মন্তব্যে হতাশা প্রকাশ করেছেন চাকরিহারা একাংশ।  

পড়ুন:  পড়ুয়ার অনুপাতে শিক্ষক নিয়ে স্কুলে স্কুলে রিপোর্ট তলব শিক্ষাদপ্তরের, তবে কি নতুন শিক্ষক নিয়োগ?

অন্যদিকে, চাকরিহারা শিক্ষকরা সাংবাদিকদের জানান, সংসদে এই ইস্যু তোলার জন্য সকল সাংসদদের কাছে চিঠি দেওয়া হবে। সোমবারের মধ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্টতা না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারান এই শিক্ষক-শিক্ষাকর্মীরা। গত কয়েক মাস ধরে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছিলেন তাঁরা।