কলকাতা, [২২ আগস্ট]: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়ে রাজ্যে বড় আপডেট সামনে এলো। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এসএসসির লিখিত পরীক্ষা। আজ নবান্নে মুখ্য সচিবের নেতৃত্বে জেলাশাসকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আগামীকাল থেকে শুরু হচ্ছে ফের আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। আগামীকাল ২৩ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য অনলাইনে আবেদন করা যাবে।
রাজ্য সরকার সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি তৎপরতার সঙ্গে চলছে। প্রতিটি জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ নবান্নে এই নিয়ে গুরুত্বপুর্ন বৈঠক হয়। সেখানে রাজ্যের পক্ষ থেকে এসএসসিকে জানিয়ে দেওয়া হয়েছে নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই প্রক্রিয়াটি শেষ করতে চাইছে রাজ্য।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এবার নতুন করে গতি আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার পুনরায় আবেদনপত্র নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বহু চাকরিপ্রার্থী আবারও আবেদন করার সুযোগ পাবেন।
👉 পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষিত হওয়ায় রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী এখন চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়েছেন। রাজ্য জুড়ে ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য। দুই পরীক্ষার দিনেই পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। এই বিষয়ে রেলকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে
প্রসঙ্গত উল্লেখ্য, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পাওয়া চাকরিরত শিক্ষকদের (২০১৬ সালের নিয়োগ প্যানেলে যাঁরা ছিলেন এবং টেন্টড নন) নতুন নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন সাড়া দিয়েছে। এই প্রার্থীরা বসতে দেওয়ার জন্য আবেদন করেছিল। আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন আবেদনকারী কর্মরত চাকরি প্রার্থী।