নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার জনের। এক সঙ্গে এই বিপুল সংখ্যক চাকরি বাতিল হওয়ায় পঠন-পাঠনে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্কুলগুলোকে। এই অবস্থায় সুপ্রিম কোর্টে আবেদন করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।
সুপ্রিম কোর্টে বৃহস্পতিবারই শুনানি হতে পারে মধ্যশিক্ষা পর্ষদের এই আর্জির। রায় পর্যালোচনার জন্য রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল সার্ভিস কমিশন এখনও সুপ্রিম কোর্টে আর্জি জানায়নি।
২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি, যাঁরা ‘দাগি’ (টেন্টেড) বা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ নন, আপাতত তাঁদের চাকরি বহাল থাক। সুপ্রিম সেই আর্জি গ্রহণ করে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান বিষয়টি তিনি দেখবেন। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আজ হতে পারে।
শীর্ষ আদালতের তালিকায় এই মামলাটিকে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় তালিকাটি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, মধ্যশিক্ষা পর্ষদের আবেদনটি বৃহস্পতিবার শুনানির জন্য রয়েছে ৩৫ নম্বরে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ এই মামলা শুনতে পারে। এখন দেখার আদৌ মামলাটির শুনানি আজ হয় কিনা!