সেট পরীক্ষা: আগামী কাল রবিবার, সেট (SET) পরীক্ষা নিতে চলছে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষার নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারে জোর দিচ্ছে কমিশন। এ বছর প্রথম প্রশ্নপত্রের বুকলেট খোলা হবে পরীক্ষা হলের ভিতরে পরীক্ষার্থীদের সামনে। আগে যা ভেনু সুপারভাইজারের কাছে খোলা হত। প্রশ্নপত্রের বুকলেটে থাকছে বিশেষ কিউ আর কোড।
প্রশ্নপত্রে জিপিএস ট্র্যাকিং থেকে শুরু করে প্রশ্নপত্রের ট্রাঙ্কে থাকছে মেকানিক্যাল কম্বিনেশন কোড যুক্ত বিশেষ তালা। প্রশ্নপত্রের বুকলেটে থাকছে বিশেষ কিউআর কোড। যদি কোনও পরীক্ষার হলে মোবাইলের মাধ্যমে ছবি তুলে সমাজ মাধ্যমে দেওয়ার চেষ্টা হয়, তা হলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে।
কিউআর কোড-এর মধ্যে প্রার্থীর ছবি, নাম, অভিভাবকদের নাম, জন্মতারিখ, রোল এবং রেজিস্ট্রেশন নম্বার, পরীক্ষা কেন্দ্রের নাম, কোন বিষয় পরীক্ষা দিচ্ছেন, তার সবিস্তার তথ্য-সহ প্রার্থীর স্বাক্ষর থাকবে।
এই বিষয়ে কমিশনের আধিকারিক বলেন, “এ বছর প্রথম একাধিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে পরীক্ষা ব্যবস্থায় নিরাপত্তা সুনিশ্চিত করতে। ভুয়ো অ্যাডমিট কার্ড থেকে সমাজ মাধ্যমে প্রশ্ন ফাঁস- সব দিকেই বিশেষ নজর রাখা হয়েছে এই প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে। আমরা চাই পরীক্ষা যেন সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়।”
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার ১৫ই ডিসেম্বর সেট পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন। সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত দু’টি ভাগে এই পরীক্ষা হবে। প্রথম অর্ধে প্রথম পেপারে পরীক্ষা হবে সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত। দ্বিতীয় অর্ধের পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে দুটো পর্যন্ত। এ বছরের মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৮৬৭ জন। ৩৩টি বেশি বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হবে ৯০টি পরীক্ষা কেন্দ্রে।