Homeচাকরির খবরAssistant Professor: সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে নিয়োগ করছে এই প্রতিষ্ঠান, কোন...

Assistant Professor: সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে নিয়োগ করছে এই প্রতিষ্ঠান, কোন বিষয়ে নিয়োগ?

Assistant Professor Recruitment: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস সহকারী অধ্যাপক এবং অধ্যাপক পদে নিয়োগ করবে। এই মর্মে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই জমা আবেদনপত্র জমা দেওয়া যাবে।

শূন্যপদ

অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। থিয়োরি অফ ডেটা সায়েন্স, কোয়ান্টাম অপটিক্স, অবজ়ারভেশনাল অ্যাস্ট্রোনমি এই তিনটি গবেষণা ক্ষেত্রে পড়াতে হবে।

বেতন ও বয়স 

অ্যাসোসিয়েট প্রফেসর প্রতি মাসে বেতন পাবেন ১,২৩,১০০ টাকা এবং আবেদনের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হওয়া দরকার। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের বেতন হবে ৭৮,৮০০ টাকা। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ বিতর্কের আবহেই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ

শিক্ষাগত যোগ্যতা

UGC র নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রি থাকলে ভালো হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদন প্রক্রিয়া




আগ্রহী চাকরি প্রার্থীরা এসএন বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেসের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাবেন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। শেষে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানা অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার। পাশাপাশি, বিজ্ঞপ্তিতে দেওয়া মেল আইডিতেও আবেদনপত্র পাঠানো প্রয়োজন। ১৫ জানুয়ারি ২০২৫, আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments