Homeপশ্চিমবঙ্গPSC Clerkship: আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার, পিএসসি ক্লার্কশিপের জন্য...

PSC Clerkship: আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার, পিএসসি ক্লার্কশিপের জন্য গুরুত্বপুর্ন নোটিশ কমিশনের

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কমিশন সূত্রে খবর, ক্লার্কশিপের জন্য আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার। এবার লিখিত পরীক্ষা নিতে উদ্যোগ নিলে কমিশন।

PSC Clerkship: রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আবেদন প্রক্রিয়া আগেই নেওয়া হয়েছে। তাতে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছেন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কমিশন সূত্রে খবর, পিএসসি ক্লার্কশিপের জন্য আবেদনপত্র জমা পড়েছে 8 লাখ 40 হাজার। এবার লিখিত পরীক্ষা নিতে উদ্যোগ নিলে কমিশন।

WBPSC ক্লার্কশিপ 2024 অ্যাডমিট কার্ড দেওয়া সংক্রান্ত নোটিশ দেওয়া হল। ক্লার্কশিপ পার্ট I পরীক্ষার জন্য WBPSC অ্যাডমিট কার্ড 2রা নভেম্বর 2024-এ প্রকাশ করা হবে। WBPSC ক্লার্কশিপ পরীক্ষা 16 ও 17 নভেম্বর 2024-এর জন্য নির্ধারিত হয়েছে। যে সমস্ত প্রার্থীরা পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন তারা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে নোটিশ দিল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। সেই নোটিশে বলা হয়েছে –
এতদ্বারা বিজ্ঞপ্তি দেওয়া হল যে ক্লার্কশিপ পরীক্ষা (পার্ট-১), 2023 রাজ্য জুড়ে 16 এবং 17 নভেম্বর, 2024 তারিখে সকাল 09:30 থেকে 11:00 এবং দুপুর 02:30 থেকে 04:00 p.m পর্যন্ত অনুষ্ঠিত হবে (প্রতিদিন দুটি সেশন)।

প্রার্থীদের 2রা নভেম্বর, 2024 থেকে কমিশনের ওয়েবসাইট https://psc.wb.gov.in থেকে ক্লার্কশিপ পরীক্ষার (পার্ট-I), 2023-এর জন্য তাদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে কমিশনের কার্যালয় থেকে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়ার কোনো ব্যবস্থা থাকবে না।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!