বড় খবর: আর থাকবে না ছুটি নিয়ে বৈষম্য! গরমের ছুটি এবং পুজোর ছুটি নিয়ে নেওয়া হল বড় সিধান্ত, যা জানা গেল

রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে ও কালী পুজোর আগে পর্যন্ত (১৯-৩০ অক্টোবর) খোলা ছিল। ওই সময়ে ৯৯৯১টি মাধ্যমিক ও ৬৭৭১টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ ছিল।

33094
প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

স্কুলে ছুটির তালিকা: পুজোর ছুটি শেষ করে খুলে গিয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুল। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে পুজোর ছুটি এখনও শেষ হয়নি। ফলে বন্ধই আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। আসলে গ্রীষ্মের ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা থাকলেও বৈষম্য থাকছে পুজোর ছুটিতে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলি লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে খুলে গিয়েছে। আর এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধই রয়েছে।

পড়ুন:  পশ্চিমবঙ্গের স্কুলে গরমের ছুটি বাড়াল পর্ষদ, কবে থেকে ছুটি? বিস্তারিত জেনেনিন

প্রাথমিক হাইস্কুল ছুটির তালিকা

রাজ্যের ৫০ হাজার প্রাথমিক স্কুল লক্ষ্মী পুজোর দু’দিন পর থেকে ও কালী পুজোর আগে পর্যন্ত (১৯-৩০ অক্টোবর) খোলা ছিল। ওই সময়ে ৯৯৯১টি মাধ্যমিক ও ৬৭৭১টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ ছিল। ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করছে। আসলে শিক্ষাবর্ষ হিসেবে, বড়দের চেয়ে ছোটরাই এ বার বেশি দিন ক্লাস পাচ্ছে।

এই নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছিল। প্রশ্ন উঠছিল দাদারা ছুটিতে, তখন ভাইরা কেন স্কুলে? শিক্ষকদের অসন্তোষ বাড়ছিল, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা একই করার দাবি সামনে আসছিল।

পড়ুন:  রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ইএল এর সুবিধা দিতেই হবে! নবান্নে দাবিপত্র পেশ

এই অবস্থায় ছুটির হিসাবে সমতা আনছে রাজ্য সরকার। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে হাইস্কুলের মতই প্রাথমি স্কুলেও পুজোর ছুটি টানা ১ মাস থাকবে। আরও যা জানা যাচ্ছে, তাতে গরমের ছুটি মে মাসের শেষের দিকে দেওয়া হবে এবং এপ্রিলের প্রথমে সব স্কুল মর্নিং শুরু হবে। প্রবল গরম থেকে বাঁচতেই মর্নিং স্কুল ওই সময় চলবে। আসলে এই একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, শিক্ষা দপ্তর এবং চেয়ারম্যানদের নিয়ে। সেখানেই এই সিধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।