Police Recruitment: পুজোর আগেই রাজ্যে ১২ হাজার পুলিশ নিয়োগের ঘোষণা মমতার, জেনেনিন বিস্তারিত

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ১২ হাজার শূন্যপদে পুলিশ নিয়োগ করা হবে বলে জানা গেছে।

701
ভাতা বৃদ্ধি Lakshmir Bhandar লক্ষীর ভান্ডার

পুলিশ নিয়োগ: খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। হাজার হাজার নিয়োগ হবে পুলিশে, শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে রাজ্য। পুজোর আগেই এল খুশির খবর। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে ১২ হাজার শূন্যপদে পুলিশ নিয়োগ করা হবে বলে জানা গেছে।

রাজ্যে একাধিক থানা তৈরি করা হয়েছে। সেই সব থানার জন্য অতিরিক্ত পুলিশকর্মীর প্রয়োজন হবে। সেই পুলিশকর্মী নিয়োগ করা হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায়। আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই নিয়োগ নিয়ে কিছু মামলা চলছে। সেই নিয়োগ সংক্রান্ত কিছু জট কেটে গেলে তবেই নিয়োগের কাজ শুরু হবে বলে খবর। 

রাজ্য পুলিশের নিয়োগের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, রাজ্য ও কলকাতা পুলিশের কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, সে ব্যাপার বিস্তারিত কিছু জানাননি তিনি। 

পড়ুন:  নজিরবিহীন: স্কুলের ন’জন শিক্ষিকাকে বিয়ে করে তাঁদের নামে ব্যাঙ্ক থেকে কোটি টাকার ঋণ নিয়ে পলাতক যুবক

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজ বললেই আজ নিরাপত্তা দিতে পারব না। যা আছে, আপাতত তা থেকে ভাগ করে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে, অডিট করে দেওয়া হচ্ছে। এই তো পুলিশে ১২ হাজার নিযুক্তি আটকে ছিল। এখনও অর্ডার আসেনি, সম্ভবত সোমবার আসবে। ১২০০০ সংখ্যাটা কম নয়। পুলিশে নিয়োগ করতে সময় লাগে। তাও আমি বলেছি, বেশি সময় না নিতে। ডাক্তারদের যেমন আমি অনুমোদন দিয়েছি, PGTরা পড়াশোনাও করবেন, চিকিৎসাও করবেন। তেমনই এরা পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংও নেবে।” 

পড়ুন:  লক্ষ্মীর ভাণ্ডারের পর আরও এক প্রকল্প! রাজ্যের এই সুপারহিট প্রকল্পে ৮০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার, করা পাবেন?