শিক্ষক নিয়োগ: রাজ্যের একটি স্কুলে শিক্ষক পদে নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন দেখুন

ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের একটি স্কুলে ‌ পি জি টি, টি জি টি শিক্ষক নিয়োগ করা হবে। মেদিনীপুরের একটি হায়ার সেকেন্ডারি স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে...

1111
শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যের একটি স্কুলে ‌ পি জি টি, টি জি টি শিক্ষক নিয়োগ করা হবে। মেদিনীপুরের একটি হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

অ্যাসিস্ট্যান্ট টিচার (PGT/ TGT) পদে নিয়োগ হবে। পিজিটি শিক্ষকের জন্য কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রী ও রেগুলারে বিএড করতে হবে। টিজি‌‌টি‌ শিক্ষক পদের জন্য ‌ তিন বছরের সায়েন্স গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে রেগুলারে বি এড থাকতে হবে। ‌দুটি ক্ষেত্রেই আবেদনকারী প্রার্থীকে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা

ইংরেজি মাধ্যমে কথা বলায় দক্ষতা থাকতে হবে এবং আই সি এস ই অথবা সি বি এস ই স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: শিক্ষক নিয়োগ করবে বিশ্বভারতীর পাঠভবন, প্রতি মাসে ১২ হাজার টাকা

আবেদন পদ্ধতি

আবেদনের জন্য স্কুলের ওয়েবসাইট www.vsn.ac.in‌ এ যেতে হবে। সেখানে আবেদন পত্র পাওয়া যাবে। এরপর শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সার্টিফিকেট, ডকুমেন্ট ও কাজের পূর্ব অভিজ্ঞতা ইত্যাদি সমেত আবেদন পত্রের প্রিন্ট কপি ও প্রার্থীর ফটো কপি সমেত ‌ রেজিস্টার অথবা স্পিড পোস্ট করতে হবে।

পড়ুন:  নজিরবিহীন নিয়োগ কেলেঙ্কারি! 24,000 শিক্ষক চাকরি হারাতে পারেন, ফেরত দিতে হবে বেতন, করা হবে মামলা! বিস্তারিত জেনেনিন

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা

বিদ্যাসাগর শিশু নিকেতন, রাঙামাটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, পশ্চিম মেদিনীপুর, পিন কোড- ৭২১১০২, ইচ্ছুক যোগ্য চাকরি প্রার্থীদের এই ঠিকানায় অ্যাপ্লিকেশন স্পিড পোস্ট করতে হবে। আবেদনের শেষ তারিখ – ৩রা জানুয়ারি ২০২৫ দুপুর এগারোটা থেকে সাড়ে তিনটের মধ্যে।

পড়ুন:  এমএসসি ও বিএড করা শিক্ষকের থেকে সরকারি স্কুলে বেতন বেশি দশম শ্রেণি পাশ দারোয়ানের!

Official Notification: Download NowOfficial Website: Click Here