নিউজ ডেস্ক: হিমাচল প্রদেশে জাতীয় শিক্ষা নীতি-2020 বাস্তবায়নের জন্য শিক্ষা বিভাগ এবং হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের স্তরে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে রাজ্যের সরকারি কলেজগুলিতে সহকারী অধ্যাপকের মোট 2,783টি অনুমোদিত পদের মধ্যে 544টি পড়ে রয়েছে। এতে ইংরেজি বিভাগের সর্বোচ্চ ৭০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। হিন্দি ও বাণিজ্যে 43-43টি পদ খালি রয়েছে।
2023 সালে কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদের জন্য নিয়োগ হয়েছিল। এ ছাড়া রসায়নে ৩৮টি, গণিতে ৩২টি, পদার্থবিদ্যায় ৩১টি, উদ্ভিদবিদ্যায় ২৮টি এবং প্রাণিবিদ্যায় ২৬টি শূন্যপদ পড়ে রয়েছে। কলা বিভাগে ৩৭টি, ইতিহাসে ৩১টি, রাষ্ট্রবিজ্ঞানে ২৬টি, ভূগোলে ১৬টি, বাদ্যযন্ত্রে ২০টি, সঙ্গীতে ১৬টি এবং সমাজবিজ্ঞানে ১৯টি শূন্যপদ রয়েছে।
কলেজে পড়ানো হয় এমন বেশিরভাগ বিষয়েই শূন্যপদ রয়েছে। সমস্ত পদ শুধুমাত্র মনোবিজ্ঞান, বাণিজ্যিক শিল্প, চিত্রকলা, কম্পিউটার বিজ্ঞান, জীবন বিজ্ঞানে পূরণ করা হয়। আরটিআই-এর আওতায় শিক্ষা দফতর থেকে চাওয়া তথ্যের জবাবে এই তথ্য জানা গেছে।