Homeপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ: এবার ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে মুখ খুললেন মমতা, নিয়োগ নিয়েও জানালেন...

পশ্চিমবঙ্গ: এবার ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে মুখ খুললেন মমতা, নিয়োগ নিয়েও জানালেন এই কথা

নিউজ ডেস্ক: এবার ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে আছে বলে মন্তব্য করলেন মমতা। জানালেন সুপ্রিম কোর্টে মামলাটির নিষ্পত্তি হলেই শুরু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। কলকাতা হাইকোর্টের নির্দেশে পরে বাতিল হয়েছে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট। 

পড়ুন:  SSC ২৬ হাজার চাকরি বাতিল মামলায় এসএসসির পর এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্যও

ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া থমকে আছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এর জন্য বিরোধীদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতির জন্য সরকারের সাফল্যে  ‘ঈর্ষান্বিত’ বিরোধীরাই দায়ী বলে ইঙ্গিত করেছেন তিনি। 

মমতা বলেন, ওবিসি সার্টিফিকেট নিয়ে হা‌ইকোর্টে মামলা করা হয়। হাইকোর্টের নির্দেশের পর বিষয়টি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলার নিষ্পত্তি হলেই কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আসলে রাজ্য সরকার নিয়োগ করতে চাইলেও বিরোধীরা বারেবারে তাতে ব্যাঘাত ঘটাচ্ছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাটির চূড়ান্ত শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান, রাজ্যে ২ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তাঁর সরকার করেছে। আগামী দিনে আরও কর্মসংস্থান হবে।

পড়ুন:  বেতন ১০ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২১ হাজারের বেশি! বর্ধিত বেতন পেয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা

জাতিগত সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে সরকার বিশেষভাবে উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রায় ২ কোটি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। পরিবারের একজনের জাতিগত সার্টিফিকেট থাকলে যাতে অন্যরা তার সুবিধা সহজে পেতে পারেন ব্যবস্থা করা হয়েছে তারও। 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments