বড় খবর: রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তি নিয়েও মামলা হাইকোর্টে, কেন জেনেনিন

1139
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: রাজ্যের জারি করা নতুন ওবিসি বিজ্ঞপ্তি নিয়েও মামলা করা হল কলকাতা হাইকোর্টে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আদেশ মেনে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণির তালিকায় নতুন শ্রেণির অন্তর্ভুক্তি এবং উপ-শ্রেণিকরণের সুপারিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রিসভায় পাশ হয়েছে। এরই মধ্যে ফের মামলা দায়ের করা হল। 

পড়ুন:  SSC: ২৬ হাজার চাকরি বাতিলের মধ্যেই ভালো খবর! শিক্ষক পদে ১২৪০ জনকে নিয়োগ

বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে বলেই জানা যাচ্ছে। একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সমীক্ষা এত অল্প সময়ে কীভাবে সম্ভব? আদৌ নিয়ম মেনে মোট জনসংখ্যার প্রেক্ষিতে এই সমীক্ষা হয়েছে কি না, সেই প্রশ্নও তোলা হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভবনা আছে। 

যদিও ইতিমধ্যেই বিধানসভায় এই বিজ্ঞপ্তি নিয়ে বিবৃতি দিয়েছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের সাপেক্ষে যুক্তি দিয়েছেন। আইন মেনেই সব করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলা হয়েছে, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ব্যুরো অব অ্যাপ্লায়েড ইকনমিক অ্যান্ড স্ট্যাটিসটিকসকে দিয়ে সমীক্ষা এবং পরবর্তীকালে কত তারিখে এই সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তা জানিয়ে দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া ১১৩টিসহ মোট ১১৭টি শ্রেণির মধ্যে ৭৬টিকে অন্তর্ভুক্তির সুপরিশ করে কমিশন।

পড়ুন:  নিয়োগের পরেও স্থায়ী হচ্ছেন না শিক্ষকেরা, অসন্তুষ্ট হাই কোর্ট এই নির্দেশ দিল

ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের সুপারিশ মেনে ১১৩টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণির মধ্যে ৭৬টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।