নিউজ ডেস্ক: আরও একটি জাতীয় ছুটির ঘোষনা হল। বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার। আগামী ১৪ এপ্রিল বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
এই বিষয়ে শুক্রবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত কেন্দ্রীয় সরকারের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, সমাজ এবং সংবিধানের প্রতি তাঁর অবদানকে শ্রদ্ধা জানাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। ২৮ মার্চ, কেন্দ্রের তরফে আম্বেদকরের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হলো। এতদিন বিভিন্ন রাজ্য আম্বেদকরের জন্মদিন উপলক্ষ্যে তাদের নিজেদের উদ্যোগে আলাদা করে ছুটি ঘোষণা করত।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে সংসদে আম্বেদকরকে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছিলেন, “এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত। ১০০ বার ওর (বিআর আম্বেদকর) নাম নিলেও কিন্তু ওঁকে নিয়ে আপনাদের কী আবেগ ছিল? তফসিলি জাতি বা তফসিলি উপজাতিদের প্রতি সরকারের আচরণ নিয়ে খুশি ছিলেন না আম্বেদকর।”
এই মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির। প্রতিবাদ করে বিরোধীদলগুলো। এই বিতর্কের পরই আগামী ১৪ এপ্রিল আম্বেদকরের জন্মদিনে ছুটি ঘোষণা করল কেন্দ্র। বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।