নিউজ ডেস্ক: শিক্ষক হতে চাওয়া প্রার্থীদের জন্য ভালো খবর। স্পেশাল এডুকেশনে বিএড পড়ার সুযোগ দিচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। অনলাইন এবং দূরশিক্ষা মাধ্যম (ওডিএল)-এ শুরু হয়েছে বিএড স্পেশাল এডুকেশনের ভর্তি প্রক্রিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
শূন্যপদ
বিশ্ববিদ্যালয়ের বিএড স্পেশাল এডুকেশনের কোর্সটি দু’বছরের। যা নয়া দিল্লির রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (আরসিআই) দ্বারা স্বীকৃত। মোট শূন্য আসনের সংখ্যা ৩০০।
যে যে স্টাডি সেন্টারে ভর্তি হওয়া যাবে
প্রদীপ সেন্টার ফর অটিজম ম্যানেজমেন্ট, এনআইইপিডি রিজিওনাল সেন্টার, ডি.এন মণ্ডল কলেজ, এওয়াইজেএনআইএসএইচডি এবং কল্যাণীর এনএসওইউ স্টাডি সেন্টার।
কোর্স ফি
মোট কোর্স ফি-র পরিমাণ ৪০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
নির্দিষ্ট নম্বর পেয়ে স্নাতক হতে হবে। কোর্সে আবেদন জানানোর জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানানো আছে মূল বিজ্ঞপ্তিতে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে মেধার ভিত্তিতে কোর্সে ভর্তি নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
এনএসওইউ-এর ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২৮ অক্টোবরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। এক বিষয়ে বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।