Homeপশ্চিমবঙ্গবড় পদক্ষেপ: হাজিরা খাতা তুলে দেওয়া হল, রাজ্যের এই সরকারি কর্মীদের উপস্থিতি...

বড় পদক্ষেপ: হাজিরা খাতা তুলে দেওয়া হল, রাজ্যের এই সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া পদক্ষেপ নবান্নের

এত দিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকতো। তবে তা এ বার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ নবান্নে অর্থদপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করা হল।

নিউজ ডেস্ক: হাজিরা নিয়ে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আর হাজিরা খাতা নয়, অর্থদপ্তরের কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া হল নবান্ন। বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হল। আর এর জন্য এবার হাজিরা খাতায় সই করার বিষয়টি পুরোপুরি তুলে দিল নবান্ন। অর্থদপ্তরের কর্মীদের জন্যে এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার।

সেই নির্দেশে বলা হয়েছে, এত দিন বায়োমেট্রিকের পাশাপাশি খাতায় সই করার সুবিধা বজায় থাকতো। তবে তা এ বার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ নবান্নে অর্থদপ্তরের কর্মীদের হাজিরার ক্ষেত্রে একমাত্র বায়োমেট্রিক পদ্ধতি বাধ্যতামূলক করা হল। গত বছর মে মাসে অর্থদপ্তরের নবান্নে বায়োমেট্রিক হাজিরা চালু করে। কিন্তু পাশাপাশি হাজিরা খাতায় সইয়ের পুরনো ব্যবস্থাও রেখে দেওয়া হয়।

তবে দেখা যায় হাজিরা নিয়ে সমস্যা মেটেনি। কারণ দেখা যায়, অনেক কর্মীই নানা অজুহাতে বায়োমেট্রিক পদ্ধতি এড়িয়ে শুধুই খাতায় সই করছেন। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছিল। এ বার আর সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।

নবান্নের নির্দেশে বলা হয়েছে, নবান্নে অর্থদপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই ‘গ্রহণযোগ্য’ হবে। পদোন্নতি বা বদলি হয়ে যাঁরা নবান্ন আসবেন, যোগ দেওয়ার দিনই তাঁদের বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। যাঁরা নবান্ন থেকে অন্য কোনও দপ্তরে চলে যাবেন, তাঁদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!