Homeদক্ষিণবঙ্গশোক সংবাদ: অস্বাভাবিক মৃত্যু স্কুল শিক্ষকের, চাঞ্চল্য এলাকায়, তদন্ত শুরু

শোক সংবাদ: অস্বাভাবিক মৃত্যু স্কুল শিক্ষকের, চাঞ্চল্য এলাকায়, তদন্ত শুরু

নিউজ ডেস্ক: এবার এক অত্যন্ত দুঃখজনক খবর সামনে এল। সিউড়িতে অস্বাভাবিক মৃত্যু হল এক স্কুল শিক্ষকের। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ওই শিক্ষকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষকের মৃত্যু

মৃত ওই শিক্ষকের নাম অনন্ত কুমার সরকার, বয়স হয়েছ ৫৫ বছর। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষক আদতে মুর্শিদাবাদের বাসিন্দা। কাজের সূত্রে তিনি সিউড়িতে থাকতেন।

জানা গেছে, সম্প্রতি তিনি সিউড়ির স্টেশন মোড় এলাকায় একটি বাড়ি কিনেছিলেন। সেখানে একাই থাকতেন তিনি। বৃহস্পতিবার তাঁকে স্কুলে দেখতে না পেয়ে মোবাইলে করেও পাওয়া যাচ্ছিল না। বাণীমন্দির অমিতারঞ্জন শিক্ষানিকেতনের শিক্ষকরা অনন্তের বাড়িতে যান। শিক্ষকরাই ছাত্রদের সাহায্যে সিঁড়ি জোগাড় করে জানলা দিয়ে ঘরের ভিতর দেখার চেষ্টা করলে দেখা যায় লুটিয়ে পড়ে রয়েছে ওই শিক্ষকের দেহ।

এরপরেই খবর দেওয়া হয় পুলিশ এবং দমকলে। তারাই জানলার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেহটি উদ্ধার করে। তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনও জানা যায়নি। 

এই নিয়ে বাণীমন্দির অমিতারঞ্জন শিক্ষানিকেতনের এক শিক্ষিকা পায়েল ঘোষাল বলেন, ‘উনি খুবই প্রানচ্ছল মানুষ ছিলেন। আজকে স্কুলে না আসায় আমরা তাঁকে বারবার ফোন করি। কিন্তু কোনও উত্তর মেলেনি। আমাদের খুব প্রিয় একজন স্যার ছিলেন অনন্তবাবু। উনি খেতে খুবই ভালোবাসতেন। ওনার এরম অস্বাভাবিক মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments