লক্ষীর ভাণ্ডার প্রকল্প: আরজি কর কাণ্ডের পর কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? অনেকেই এই প্রশ্নটি করছেন। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হল এই লক্ষ্মীর ভাণ্ডার। এই স্কিমের দ্বারা উপকৃত হয়েছেন বাংলার অগুনতি মহিলা। অনেকের মতে, এই লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতেই ভোটবাক্সে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই এই প্রকল্প বন্ধ হওয়ার জল্পনা কল্পনা শুরু হতেই চিন্তায় পড়ে গিয়েছেন অনেকে।
সম্প্রতি তৃণমূল নেতা কুণাল ঘোষ সমাজমাধ্যমে লেখেন, ‘যারা লক্ষ্মীর ভাণ্ডার এবং রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলিতে থাকতে চান না, তাঁদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য সরকার’।
এরপর এরপরেই অনেকে চিন্তা পড়ে যান! তাহলে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)? কারোর কারোর মনে দেখা দেয় এই প্রশ্ন। আসলে আরজি কর কাণ্ডের পর অনেকেই বলেছিলেন, এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে ভেবে নেবেন বাড়ি লক্ষ্মীরা নিরাপদ থাকবে কিনা। কেউ কেউ আবার এই প্রকল্পের টাকা ফেরত দেওয়ার নিদানও দিয়েছিলেন।
৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের (Government Scheme) ১০,০০০ টাকা ঢোকার কথা ছিল। শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করা হয়। এই অবস্থায় অনেকেই প্রশ্ন করছিলেন যে, তবে কি বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার?
যদিও যা জানা যাচ্ছে তাতে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে চিন্তার কিছু নেই বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের এই প্রকল্প এতদিন যেমন চলছিল সেইভাবেই চলবে বলে খবর। ফলে এই প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যেক মাসে সরকারের থেকে ভাতা পান, তাঁদের চিন্তার কিছু নেই। বর্তমানে এই প্রকল্পে বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা মাসে মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছেন।