আজ কলকাতা হাইকোর্টে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

2583
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, ২০১৬ সালের এসএসসি’তে (SSC Recruitment Case Verdict) নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী। এই ভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। গোটা দেশেই এই চাকরি বাতিলের রায় নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। 

পড়ুন:  সহকারী অধ্যাপক পদে নিয়োগে অনিয়ম হয়েছে! আদালতে দ্বারস্থ চাকরি প্রার্থী, দেওয়া হল এই নির্দেশ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হতে চলছে কলকাতা হাইকোর্টে। প্রিয়াঙ্কা নস্করের করা মামলার শুনানির তারিখ দেওয়া হয়েছে। আজ ৭ এপ্রিল, সোমবার এই মামলার শুনানি হবে। মামলাটি ৩ নং সিরিয়ালে আছে। যেহেতু প্রথম দিকের লিস্টে আছে, তাই শুনানি হবে বলেই আশা করা হচ্ছে।

এই মামলার উপর নির্ভর করছে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য। সদ্য স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিল করেছে। এই অবস্থায় প্রাথমিকের মামলা নিয়েও আশঙ্কা করছেন অনেকেই। শিক্ষকরা চাইছেন, সঠিক তথ্য প্রদান করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ, যাতে যোগ্য শিক্ষকদের ফের যেন সমস্যার মধ্যে না পড়তে হয়। 

প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। পরে হাই কোর্টের ডিভিশন বেঞ্চও একই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও তদন্তের নির্দেশ বহাল আছে। ওই অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলেই আপাতত ওই ৩২ হাজার শিক্ষক চাকরি করছেন।