রাজ্যের আপত্তির পর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ছেড়ে দিলেন হাইকোর্টের বিচারপতি, কেন জেনেনিন

3374
কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ

নিউজ ডেস্ক: রাজ্যের আপত্তিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ছেড়ে দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু তদন্তে সন্তুষ্ট হতে পারেননি বিচারপতি বিশ্বজিৎ বসু। তাঁর এই মামলা শোনার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে রাজ্য। ওই মামলা ছেড়ে দিলেন বিচারপতি।

পড়ুন:  চাকরি প্রার্থীদের পর্যাপ্ত নম্বর দিয়ে তাঁদের নিয়োগ করা হোক: ফিরদৌস শামিম

রাজ্য আপত্তি তোলার পরেই দু’টি মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি বসু। কোন বিচারপতির এজলাসে এই দুই মামলার শুনানি হবে, তা হাই কোর্টের প্রধান বিচারপতি ঠিক করবেন। তবে মামলা ছেড়ে দেওয়ার পরেও সিআইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি বসু।

বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে ওই মামলার শুনানিতে আপত্তি জানায় রাজ্য সরকার। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত জানান, মামলাটি কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অন্তর্গত। তাই হাই কোর্টের প্রধান বেঞ্চে ওই মামলার শুনানি হওয়া উচিত নয়। বিচারপতি বসুর মামলাটি শোনার এক্তিয়ার নেই।

পড়ুন:  Big News: উচ্চ প্রাথমিকে ১৪০৫২ শিক্ষক নিয়োগ ছিল পাকা, এবার সুপ্রিম কোর্টে মামলা, নিয়োগ কি হবে?

রাজ্যের আপত্তি শুনে মামলা ছেড়ে দেওয়ার কথা জানান বিচারপতি। তবে তিনি মন্তব্য করেন, ‘‘মামলা ছেড়ে দিতে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু এই দুর্নীতির তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কেন অভিযুক্তদের তলব করা হয়নি? এত দিনে তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ করেছে?’’

পড়ুন:  SSC: ২২ লাখ OMR শিট ও বেতন ফেরতের মামলায় শুনানি শেষ! কলকাতা হাইকোর্টে 'বড়' সওয়াল কল্যাণের

উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় নির্মাণ সংক্রান্ত একটি মামলাও তিনি শুনছিলেন। কিন্তু এই মামলায় তাঁর শুনানির এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার পর এই মামলাও ছেড়ে দেন বিচারপতি বসু।