HomeখেলাIND VS BAN: বাংলাদেশও হারিয়ে দিল ভারতকে! টিম ইন্ডিয়াকে পর্যুদস্ত করে খেতার...

IND VS BAN: বাংলাদেশও হারিয়ে দিল ভারতকে! টিম ইন্ডিয়াকে পর্যুদস্ত করে খেতার জিতল টাইগার বাহিনী

এবার বাংলাদেশের কাছে লজ্জাজনক হারল ভারত। আজ রবিবার অত্যন্ত দুঃখজনক দিন গেল টিম ইন্ডিয়ার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে হেরে গেল ভারত। বাংলাদেশ তাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা সফলভাবে রক্ষা করতে পারল।

IND VS BAN হাইলাইটস: এবার বাংলাদেশের কাছে লজ্জাজনক হারল ভারত। আজ রবিবার অত্যন্ত দুঃখজনক দিন গেল টিম ইন্ডিয়ার। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে হেরে গেল ভারত। বাংলাদেশ তাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা সফলভাবে রক্ষা করতে পারল। আজ ফাইনালে ভারত বাংলাদেশে কাছে ৫৯ রানে হেরেছে।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত। ইকবাল হোসেন ইমন ও মোঃ আজিজুল হাকিম তামিম তিনটি করে উইকেট নেন। এর আগে ভালো বোলিং করে টিম ইন্ডিয়ার বোলাররা। সম্মিলিত বোলিংয়ের প্রচেষ্টায় প্রথমে বোলিং বেছে নেওয়ার পরে ভারত বাংলাদেশকে 198 রানে গুটিয়ে দেয়। যুধাজিৎ গুহ, চেতন শর্মা ও কিরণ চোরমলে দুটি করে উইকেট নেন। বাংলাদেশের পক্ষে মোঃ রিজান হোসেন ৪৭ রান করেন এবং মোহাম্মদ শিহাব জেমসও গুরুত্বপূর্ণ ৪০ রান করেন।

তবে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। একের পর এক উইকেট হারাতে থাকে। নিয়মিত ভাবে উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে মাত্র ১৩৯ রানে গুটিয়ে যায় ভারত।

Match Ended
198 (49.1)
139 (35.2)
Bangladesh Under-19 beat India Under-19 by 59 runs
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments