নিউজ ডেস্ক: এবার একটি গুরুত্বপুর্ন নোটিশ দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট সার্টিফিকেট প্রদানের জন্য ভেরিফিকেশন নেটিশ জারি করল পর্ষদ। পিটিশনার ভিত্তিক নাম দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই এই নোটিশ দেওয়া হল।
TET-2014 পাশ প্রার্থীদের তরফ থেকে টেট সার্টিফিকেট পাওয়া নিয়ে বেশ কিছু রিট পিটিশন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। তাঁদের অভিযোগ ছিল যে তাঁরা টেট পাশ করা সত্ত্বেও টেট সার্টিফিকেট পাননি! আদালত নির্দেশ দেয় এক মাসের মধ্যে টেট সার্টিফিকেট দিতে হবে পর্ষদকে। আদালতের নির্দেশ মেনেই নোটিশ পর্ষদের।
এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে মোট 724 জন প্রাথমিক টেট 2014 পাশ প্রার্থীকে এই সার্টিফিকেট দেওয়ার জন্য তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে এই নোটিশ দেওয়া হল। এই বিষয়ে বিস্তারিত জানতে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশটি দেখতে হবে।