নিউজ ডেস্ক: বাংলার স্কুলে কত শূন্যপদ আছে? RTI করেও কোনো সঠিক উত্তর পাওয়া গেল না! জবাব দেখে হতবাক শিক্ষক সংগঠনের নেতা। সব মিলিয়ে কত শূন্যপদ রয়েছে এরাজ্যের স্কুলগুলোতে? এটা জানতে চেয়েছিলেন ওই শিক্ষক, তবে আশাহত হতে হল।
দক্ষিণ ২৪ পরগনা জেলার এক স্কুল শিক্ষক নেতা অনিমেষ হালদার, আরটিআই করেছিলেন। সেখানে তিনি জানতে চেয়েছিলেন, স্কুলগুলিতে কত শূন্যপদ রয়েছে। শিক্ষকদের বদলি সংক্রান্ত ব্যাপারে তাঁর কাছে মাঝেমধ্যেই নানা প্রশ্ন আসার কারণেই তিনি আরটিআই করেছিলেন। কিন্তু তাতে তাঁর কাছে যে তথ্য় আসে তা অবাক করছে।
তবে বিকাশ ভবন জানাতেই পারেনি কতগুলি শূন্যপদ রয়েছে। আবেদনটি করা হয়েছিল শিক্ষা দফতরের ডেপুটি সেক্রেটারি তথা এসপিআইওর কাছে। তিনি চিঠি পাঠান স্কুল শিক্ষা কমিশনারের এসপিআইওর কাছে। সেখান থেকে চিঠি যায় গ্রান্ট ইন এইড সেকশনে। সেখান থেকে জানানো হয়, এরকম হাতের কাছে প্রস্তুত তথ্য নেই।
বিভিন্ন ক্ষেত্রে বার বারই প্রশ্ন উঠেছে ঠিক কত শূন্য়পদ রয়েছে স্কুলগুলিতে? তবে এবার আরটিআইয়ের জবাবেও শূন্যপদের কথা জানাতে পারল না স্কুল শিক্ষা দফতর। অনিমেষ হালদার বলেন, “শিক্ষাদপ্তরের কাছে রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে এখনো পর্যন্ত মোট কত শূণ্যপদ তার কোনো হিসেবই নেই। গত ০২:০৭:২৪ একটি RTI করেছিলাম। তারপর আমাকে পরপর ৪টি রিপ্লাই দেওয়া হয়। যার মধ্যে নেই কোনো তথ্য। শুধু শিক্ষাদপ্তরের বিভিন্ন টেবিলে ক্যারামের ঘুটির মত আবেদনটি ঘোরানো হচ্ছে আর তার খতিয়ানটাই আমাকে দেওয়া হচ্ছে।”