Holiday: সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য, মে মাসে ৪ দিন করে দু’বার ছুটি মিলতে পারে! দেখেনিন

1364
নবান্ন ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক: ভালো খবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য। মে মাসে ৪ দিন করে দু’বার ছুটি মিলবে! নবান্নের হলিডে লিস্টে সুখবর এরাজ্যের সরকারি কর্মীদের জন্য। দেখে নিন নবান্নের ছুটির তালিকা।

এপ্রিল মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এর পর মে মাস শুরু হবে। মে মাসের ছুটির তালিকা (May 2025 Holiday List) অনুযায়ী জানা গিয়েছে, মাসের প্রথম দিন অর্থাৎ ১ মে, বৃহস্পতিবার শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত স্কুল, কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি কর্মদফতর ছুটি থাকবে।

মাঝে শুক্রবার বাদ দিয়ে শনি রবি ছুটি, সেক্ষেত্রে কোনো কর্মী যদি শুক্রবার ছুটি নেয়, তাহলে তাঁর টানা ৪ দিন ছুটি হাতে থাকবে। 

পড়ুন:  ৮টি ছুটির দিন পড়েছে রবিবার! কবে কবে ছুটি পাচ্ছেন রাজকো সরকারি কর্মচারীরা? আগেভাগে দেখেনিন ছুটির তালিকা

এছাড়াও একইমাসে আরও একবার চার দিনের ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আগামী ৯ মে, শুক্রবার রবীন্দ্র জয়ন্তী। তার পরের দিন শনি এবং রবিবার এমনই ছুটি, এর পাশাপাশি ১২ মে, সোমবার বুদ্ধ পূর্ণিমার ছুটি রয়েছে। টানা আরও ৪ দিন ছুটি পাওয়া যাবে।