৬৫টি ছুটির মধ্যেই ‘পালনীয়’ এবং ‘ছুটি’! চরম বিভ্রান্তি দূর করতে পর্ষদের কাছে এই দাবি শিক্ষকদের

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। সেই ছুটির তালিকায় কিছু বিশেষ দিনের ক্ষেত্রে একসঙ্গে ‘পালনীয়' এবং ‘ছুটি' লেখা থাকে। ওই দিনগুলি বছরে ৬৫টি ছুটির মধ্যেই ধরা হয়ে।

8242
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

নিউজ ডেস্ক: প্রায় প্রতি বছর ছুটির তালিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। সেই ছুটির তালিকায় কিছু বিশেষ দিনের ক্ষেত্রে একসঙ্গে ‘পালনীয়’ এবং ‘ছুটি’ লেখা থাকে। ওই দিনগুলি বছরে ৬৫টি ছুটির মধ্যেই ধরা হয়ে।

পড়ুন:  পশ্চিমবঙ্গ: লক্ষ্মীর ভাণ্ডার, কর্মীদের ডিএ, সিভিক দের বেতন সহ আর কি কি বাড়তে চলছে মমতার বাজেটে? জানুন

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

এর ফলে বিভ্রান্তি দেখা দেয়। যদি সেই দিনগুলিতে ছুটি থাকে, তা হলে সেগুলি পালনীয় কী ভাবে হয়? আবার যদি পালনীয় হবে, তা হলে ছুটি কী করে হয়?” এমনই বক্তব্য শিক্ষকদের। যে দিনগুলি পালনীয়, সেগুলির ক্ষেত্রে ‘ছুটি’ কথাটি তুলে দেওয়ার দাবি শিক্ষকদের। তাহলে সকলে উপস্থিত থেকে দিনটি পালন করতে পারবেন। বিভ্রান্তিও দূর হবে।

এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছুটির তালিকা কিছু দিনের মধ্যেই প্রকাশ হবে। বিগত বছরগুলিতে যে সমস্যা দেখা দিয়েছিল তা হল, একই সাথে একই দিন ছুটি এবং পালনীয় হিসেবে তালিকা প্রকাশ করা হয়েছিল। এ নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবারে যাতে তা না হয় তার জন্য আগাম পর্ষদ সভাপতিকে জানালাম।”