এল বড় আপডেট! ৫২৯৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য! চাকরিহারাদের ক্ষোভের মধ্যেই হবে নিয়োগ

2599
শিক্ষক বেতন স্কেল

নিউজ ডেস্ক: এসএসএসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। চাকরি ফেরতের দাবি নিয়ে চলছে আন্দোলন। এরই মধ্যে কিছুটা ভালো খবর সামনে এল। শিক্ষক নিয়োগ বাতিলের মধ্যেই শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ৫২৯৮ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে। প্রথম দফায় ২৭১৫টি প্রাথমিক স্কুল এবং ২৫৮৩টি মাধ্যমিক পর্যায়ের স্কুল মিলিয়ে হবে এই নিয়োগ।

পড়ুন:  শিক্ষক নিয়োগ: কবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে? যা জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

রাজ্যের সমস্ত স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের সবুজ সংকেত এসেছে। রাজ্যে প্রায় ১ লক্ষ ৪০ হাজার বাচ্চাদের (চিলড্রেন উইথ স্পেশাল নিড) জন্য ধাপে ধাপে শুরু হবে নিয়োগ। ২৭১৫ টি প্রাথমিক স্কুল এবং ২৫৮৩টি মাধ্যমিক পর্যায়ের স্কুল মিলিয়ে মোট ৫২৯৮টি শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে প্রথম দফায়। যে সমস্ত স্কুলে সেই সব ছাত্রের সংখ্যা বেশি প্রথম ধাপে সেখানেই নিয়োগ হবে।

এই বিষয়ে রাজ্যের আইনজীবী ভাস্কর বৈশ্য বলেন, সুপ্রিমকোর্টে মামলাটির শুনানি হয়েছিল। প্রতিটি রাজ্যের ক্ষেত্রেই এই নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশমতো আমরা ধাপে ধাপে এই রাজ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। 

পড়ুন:  SSC: দুবার ইন্টারভিউ, দুবার কাউন্সিলিং সম্পন্ন! ফের প্যানেল প্রকাশ হচ্ছে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হবেতো?

যদিও গোটা বিষয় নিয়ে মামলাকারী পক্ষের আইনজীবী কল্লোল বসু জানান, ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হলেও রাজ্যে নির্দিষ্টভাবে কত সংখ্যক শূন্যপদ রয়েছে, তা কেন প্রকাশ করা হচ্ছে না!