নিউজ ডেস্ক: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথে রাজ্য সরকার। এরাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে এবার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার। ইতিমধ্যেই এই নিয়োগের বিধিও প্রস্তুত করা হয়েছে। গত বৃহস্পতিবারের বৈঠকে সেই নিয়োগের বিধি অনুমোদন হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।
জানা যাচ্ছে রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে ২৭০০ টিরও বেশি। শূন্য পদ তৈরিও করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই শূন্য পদ গুলিতেই এবার স্পেশ্যাল শিক্ষক নিয়োগ হবে। নিয়োগের বিধিতে বলা হয়েছে রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত সংস্থা থেকে প্রশিক্ষণ থাকা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এবারে পরীক্ষার নিয়মে বেশ কিছু পরিবর্তন আনছে বোর্ড। চাকরিপ্রার্থীদের পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ ন্যূনতম ১০ বছর রাখা হবে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের টেট ও ইন্টারভিউ হবে। তবে ১৫০ নম্বরের নয়, সেক্ষেত্রে কত নম্বরের টেট হবে তা স্থির করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর নিয়োগের বিধি অনুমোদন হয়ে এলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।