পশ্চিমবঙ্গ: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এল! হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর

গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই বছর ডিসেম্বরে অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা দেখে কিছুটা হাসি ফুটেছে রাজ্যের সরকারি কর্মীদের।

16678
ছুটি ঘোষণা নবান্ন পশ্চিমবঙ্গ

নিউজ ডেস্ক: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর এল! হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। গত বছর নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এই বছর ডিসেম্বরে অর্থ দফতরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা দেখে কিছুটা হাসি ফুটেছে রাজ্যের সরকারি কর্মীদের।

পড়ুন:  সুপ্রিম নির্দেশের পর বড় বিপদে পড়ে গেল মমতার সরকার! যা স্পষ্ট করে দিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল সরকার (Government of West Bengal)। এবার থেকে রাজ্য সরকারের সব শ্রেণির কর্মীরা এলটিসি-এইচটিসি-তে ট্রেনে সপরিবারে ভ্রমণের ক্ষেত্রে এসি কোচের ভাড়া পাবেন।

যে সকল রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মূল বেতন ৫০,০০০ টাকার কম, তাঁদের এসি থ্রি টিয়ারে সফর করার ভাড়া প্রদান করা হবে। ৫০,০০০ টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা এসি টু টিয়ারের ভাড়া দেবে সরকার। এছাড়া যে সকল ট্রেনে শুধুমাত্র চেয়ারকারের বন্দোবস্ত রয়েছে, সেখানে এসি শ্রেণির ভাড়া পাওয়া যাবে।

পড়ুন:  SSC: এসএসসি ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, আপডেট জেনেনিন

এখানেই শেষ নয়! এলটিসির নয়া নিয়ম অনুসারে, জাহাজে করে আন্দামান অথবা লাক্ষাদ্বীপ গেলেও ভালো সুবিধা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এক্ষেত্রে ৫০,০০০ টাকার বেশি মূল বেতন পাওয়া কর্মীরা ‘এ’ শ্রেণির কেবিনের ভাড়া পাবেন। অন্যদিকে এর চেয়ে কম বেতন পাওয়া কর্মীদের ‘বি’ শ্রেণির কেবিনের ভাড়া দেওয়া হবে।

পড়ুন:  BIG NEWS: শংসাপত্র নিয়ে অভিযুক্ত ১৯ শিক্ষক-শিক্ষিকার নথি চাইল জেলা বিদ্যালয় সংসদ

সংবাদমাধ্যমে সরকারি সূত্র উদ্ধৃত করে দাবি করা হয়েছে, এলটিসি কিংবা এইচটিসি-তে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের একাংশকে স্লিপার ক্লাসের ভাড়া প্রদান করা হতো। তবে এবার রাজ্য সরকারের প্রত্যেক কর্মীকে এসি কোচের ভাড়া দেওয়া হবে।