নিউজ ডেস্ক: এবার শিক্ষকদের একাংশের জন্য ভালো খবর এল। MSK/SSK-এর শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের (মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, সিনিয়র মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র) জন্য বিজ্ঞপ্তি জারি হল। এই সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ৬৫ বছর বয়সে অবসরের সময় এক কালীন ৫ লক্ষ টাকা দেওয়া হবে।
মাদ্রাসার এসএসকে ও এমএসকে শিক্ষকদের জন্য নয়া নির্দেশিকা জারি হয়েছে। বেড়েছে চাকরির বয়স ও বেতন, অবসরে পাবেন ৫ লক্ষ টাকা করা হল। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের ৩ শতাংশ বেতন বৃদ্ধি পেল।
বৃহস্পতিবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকরা ৬৫ বছর বয়স পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন পাশাপাশি অবসরের সময় এককালীন ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন। এই নির্দেশিকা ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, স্কুল শিক্ষা দপ্তরের আওতায় থাকা শিশু শিক্ষা কেন্দ্র (এসএসকে) এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র (এমএসকে)-এর শিক্ষকদের ক্ষেত্রে ৩ শতাংশ বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি হয় গত জানুয়ারি মাসে, পাশাপাশি অন্য দুই পরিষেবা (৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি এবং অবসরের সময় এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সুবিধা) চালু হয়েছে বছরখানেক আগে থেকেই। তবে সরকারিভাবে একই সাথে স্কুল শিক্ষা দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি কেন জারি হল না কেন,তা নিয়ে প্রশ্ন ওঠে।
বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকায় স্বস্তি মিলল সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের। এবার থেকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের আওতায় থাকা এসএসকের এক জন সহায়ক বা সহায়িকা (শিক্ষক) বেতন পাবেন ১১,৫৯৩ টাকা। এক জন মুখ্য সহায়ক বা মুখ্য সহায়িকা (প্রধান শিক্ষক বা শিক্ষিকা) বেতন পাবেন ১১,৯৮৭ টাকা। এমএসকের এক জন সম্প্রসারক বা সম্প্রসারিকা (শিক্ষক বা শিক্ষিকা) বেতন পাবেন ১৫.০৭১ টাকা। মুখ্য সম্প্রসারক বা সম্প্রসারিকা (প্রধান শিক্ষক বা শিক্ষিকা) বেতন পাবেন ১৬,২৩১ টাকা।