পুজো শেষ হতেই এল খুশির খবর! সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকাতে হবে এই লাভ

কিছুদিন আগেই সপ্তম পে কমিশনের আওতায় ৩% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ফলে ৫০ শতাংশ থেকে বর্তমানে ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। এরই মধ্যে নয়া বিজ্ঞপ্তি জারি হল।

2689
পুজো বোনাসের ঘোষনা মহার্ঘ ভাতা ডিএ

নিউজ ডেস্ক: পুজো শেষ হতেই এবার সরকারি কর্মীদের জন্য জারি নয়া নির্দেশিকা জারি হল। অবসরকালীন সুবিধা আরও বড়ল। কিছুদিন আগেই সপ্তম পে কমিশনের আওতায় ৩% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। ফলে ৫০ শতাংশ থেকে বর্তমানে ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। এরই মধ্যে নয়া বিজ্ঞপ্তি জারি হল। নির্দেশিকায়, সেন্ট্রাল সিভিল পেনশন রুলস, ২০২১-এর আওতায় অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের অতিরিক্ত পেনশন দেওয়ার বিষয়ে বলা হয়েছে।

পড়ুন:  সরকারি কর্মীদের অবসরের বয়স কি ৬৫ বছর হচ্ছে? বয়স নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার

পার্সোনেল, পিজি এবং পেনশন মন্ত্রকের তরফ থেকে গত ১৮ অক্টোবর নয়া অফিস মেমো জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, সেন্ট্রাল সিভিল পেনশন রুলস, ২০২১-এর ৪৪ নং বিধির ৬ নং উপধারা অনুযায়ী, যে সকল কেন্দ্রীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বর্তমান বয়স ৮০ বছর তার বেশি, সেই সকল পেনশনভোগী অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য।

নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যে সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বয়স ৮০ বছর বা তার বেশি, তারা অতিরিক্ত পেনশন পাওয়ার যোগ্য।

পড়ুন:  যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের! সরকারি কর্মী নিয়োগে বৈষম্য নিয়ে কয়েক দশকের নিয়ম খারিজ শীর্ষ আদালতের

যদিও সকলে সমান পেনশন পাবেন না। কোনো অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর বয়স যদি ৮০-৮৫ বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপরে ২০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য।

একই ভাবে কোনও পেনশনধারীর বয়স যদি ৮৫- ৯০ বছরের মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপর ৩০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা মিলবে। আবার কোনও পেনশনভোগীর বয়স যদি ৯০- ৯৫ এর মধ্যে হয়, তাহলে বেসিক পেনশনের ওপর ৪০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা মিলবে। কোনও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী ৯৫-১০০ বছরের মধ্যে হলে বেসিক পেনশনের ওপরে ৫০ % হারে অতিরিক্ত ভাতা পাওয়ার যোগ্য তিনি। যদি কোনও কোনও পেনশনধারীর বয়স ১০০ বছর বা তার বেশি হয়, তাহলে নিজের বেসিক পেনশনের ওপর ১০০ শতাংশ হারে অতিরিক্ত ভাতা পাবেন তিনি।