সরকারি চাকরি: ৩৯০টি শূন্যপদে কর্মখালি, বেতন ৫৬,১০০, নিয়োগ কোন কোন পদে?

492
চাকরির খবর ব্যাঙ্কে নিয়োগ

সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা

চাকরির খবর: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। কেন্দ্রীয় সংস্থা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে ৩৯০টি শূন্যপদে কর্মখালি রয়েছে। দেওয়া হল নিয়োগ বিজ্ঞপ্তি। আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। পদ অনুযায়ী, বেতনক্রম হবে মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।

শূণ্যপদ

সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার্স), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (হিন্দি), পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার এডেড ডিজ়াইন), স্টেনোগ্রাফার, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটরিয়েট অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি), সিনিয়র টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদের সংখ্যা ৩৯০।

পড়ুন:  SSC: ‘সুপ্রিম’ রায়ে চাকরি খোয়ালেন এই স্কুলের ৩৫ জন শিক্ষক! হাহাকার স্কুলজুড়ে

বয়স

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৭/ ৩০/ ৩৫ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

বেতন

পদ অনুযায়ী, বেতনক্রম হবে মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীদের বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। এমনকি যাঁদের মার্কেটিং/ সেলস, রিটেল ম্যানেজমেন্ট, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট এবং অপারেশন্স ম্যানেজমেন্টে এমবিএ বা সমতুল ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি। পাশাপাশি, মার্কেটিং বা সমগোত্রীয় ক্ষেত্রে দু’বছরের পেশাদারি অভিজ্ঞতাও থাকতে হবে।

পড়ুন:  রাজ্যের একটি সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ চলছে, কোন বিষয়ে পড়াতে হবে?

সরকারি কর্মীদের জন্য বড় খবর, ডিএ বৃদ্ধি নিয়ে এল বড় খবর, বকেয়া মহার্ঘ ভাতা কি দেওয়া হবে?

নিয়োগ প্রক্রিয়া

অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগামী নভেম্বর মাসে অনলাইন পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। সেই তালিকায় রয়েছে কলকাতাও।

পড়ুন:  Airport Authority Recruitment 2024: জুনিয়র সহকারীর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, বেতন 92,000 টাকা পর্যন্ত

আবেদন প্রক্রিয়া

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। পদ অনুযায়ী, আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ বা ৮০০ টাকা। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।