ব্রাত্য বসু, অবসরের বয়স: ৫ বছর বাড়ছে রাজ্যের শিক্ষকদের অবসরের বয়সসীমা! এমনই একটি খবর সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা পাঁচ বছর বাড়ছে না, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা পাঁচ বছর বাড়ছে না বলে পরিষ্কার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স পাঁচ বছর বাড়ছে না। আগে শিক্ষকদের অবসরের বয়সসীমা যেটা ছিল, সেটাই থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী সোস্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গতকাল রাতে কয়েকটি সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে, রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন। এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।’
গতকাল রাতে কয়েকটি সমাজ মাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে,রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক।
এমনভাবে ভুয়ো খবর ছড়ানোর প্রচেষ্টা বাস্তবিকই অর্থহীন।
এ ধরনের বিভ্রান্তি সমাজমাধ্যমে প্রচার না করার আবেদন জানাচ্ছি।
— Bratya Basu (@basu_bratya) January 5, 2025
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি শিক্ষকদের (প্রাথমিক স্কুল এবং উচ্চমাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষক) অবসরের পাঁচ বছর বাড়ানো হচ্ছে। এতদিন অবসরের বয়স ছিল ৬০। এবার সেটা বাড়িয়ে ৬৫ বছর করা হচ্ছে বলে ওই ভুয়ো বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল।