পশ্চিমবঙ্গ: ডিএ দেওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ! একি বলছেন এরাজ্যের সরকারি কর্মীরা

761
DA News মহার্ঘ ভাতা

নিউজ ডেস্ক: ডিএ ঘোষণা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫-’২৬ অর্থবর্ষের বাজেটে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ঘোষণাকে ইতিবাচক দিক হিসাবেই তুলে ধরতে চায় তৃণমূল। 

পড়ুন:  পশ্চিমবঙ্গ: রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে? রবি না সোম? না জানলে জেনেনিন আগেভাগেই

ডিএ দেওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানাবে তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন।

ফেডারেশন সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত সরকারি কর্মীদের স্বার্থে ইতিবাচক। তৃণমূল-ঘনিষ্ঠ কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পর্যায়ে রাজ্য জুড়ে আরও কর্মসূচি নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে সরকারি কর্মীদের একত্রিত করার পরিকল্পনা রয়েছে সংগঠনের। 

পড়ুন:  অযোগ্যদের দিতেই হবে বেতন ফেরত! আদলত অবমাননার অনুমতি আদালতের, ২২ লক্ষ ওএমআর শিট...

ডিএ দেওয়ার প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেছেন, ‘‘কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও যে ভাবে মুখ্যমন্ত্রী প্রতি বছর সরকারি কর্মচারীদের ডিএ দিয়ে যাচ্ছেন, তাতে আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও যে আমাদের কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারের পাশে থেকেই কাজ করবে, সেই বার্তা দিতে সোমবার দুপুরে রাজ্যের সব সরকারি অফিসে আমাদের নেতারা সভা করে ধন্যবাদ জ্ঞাপন করবেন।’’