নিউজ ডেস্ক: ফের মহার্ঘ ভাতা (DA NEWS) মামলার শুনানির তারিখ দেওয়া হল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আবার শুনানির তারিখ দেওয়া এল। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি।
রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের প্রশ্ন, ‘‘আপনাদের আর্জি কেন গ্রহণযোগ্য হবে, কেন খারিজ করব না?’’ বিচারপতি করোল জানান, কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না, তা নিয়ে পরবর্তী শুনানির দিন তাদের বক্তব্য জানাতে হবে। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম এই মামলার দ্রুত শুনানির আর্জি জানান শীর্ষ আদালতে। তাঁদের বক্তব্য, দীর্ঘ দিন ধরে ডিএ মামলার শুনানি হয়নি। এর জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হোক।
এর আগে বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে ডিএ মামলা ছিল। শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন। ফলে গত তিন মাস ধরে মামলাটি শুনানির জন্য ওঠেনি। এখন বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল ওই মামলাটি। আজ মামলাটির শুনানি হল সর্বোচ্চ আদালতে।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাই কোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ডিসেম্বর মাসে শীর্ষ আদালতে রাজ্যের আবেদনটি দায়ের হয়। প্রায় তিন বছর কেটে গিয়েছে। এখনও ওই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। এর আবহে আবার পিছিয়ে গেল মামলার শুনানি। আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে হতে পারে সেই শুনানি।