Homeপশ্চিমবঙ্গপশ্চিমবঙ্গ: আর চাওয়া নয়, এবার হবে আদায়! DA পেতে বিরাট পদক্ষেপ রাজ্যের...

পশ্চিমবঙ্গ: আর চাওয়া নয়, এবার হবে আদায়! DA পেতে বিরাট পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের, চাপে পড়বেন মমতা?

বকেয়া ডিএর দাবিতে এবার জোরালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি এই বিষয়ে সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন....

নিউজ ডেস্ক: বছরের পর বছর চলে যাচ্ছে, তবে এরাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার (DA) বঞ্চনা চলছেই। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (DA) দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) একাংশ। তবে ধর্না, আন্দোলন কিছুতেই কাজ হয়নি। মামলা হওয়ার পরও নিটফল এখনও শূন্য। এই অবস্থায় নয়া পদক্ষেপ নিতে চলেছেন এরাজ্যের সরকারি কর্মীরা।

বকেয়া ডিএর দাবিতে এবার জোরালো আন্দোলনে নামতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি এই বিষয়ে সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর এবং ২৪ ডিসেম্বর হবে কর্মসূচি।

তিন দিনই নবান্নের সামনে অবস্থান-বিক্ষোভ করা হবে। তিনি আরও জানিয়েছেন যতদিন না দাবিপূরণ হচ্ছে প্রতি বছর তিনদিন সেই কর্মসূচি চলবে। ভাস্করবাবু আরও জানিয়েছেন, ডিসেম্বরেই শেষ নয়, ২০২৫ সালের ২৭ জানুয়ারি বেলা ১২ টায় সুবোধ মল্লিক স্কোয়ারে রাজ্য সরকারি কর্মচারীরা ‘হকের’ ডিএ-র দাবিতে জমায়েত করবেন। সেখান থেকে শহিদ মিনারে মিছিল করে যাবেন। সেখানে হবে মহাসমাবেশ। কিন্তু তাতেও কাজ না হলে কলকাতাকে চারদিক থেকে অচল করে দিতেও আর ভাবা হবেন না বলে দাবি করেছেন তিনি।

সংগ্ৰামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের দাবি “গতবারের থেকে যন্ত্রণা বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। ডিএ-র ফারাক চওড়া হয়েছে। শূন্যপদ বেড়েছে। গতবারের থেকে রাজ্য সরকারের ভিতও নড়ে গিয়েছে।”

প্রসঙ্গত, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। অর্থাৎ এরাজ্যের সরকারি কর্মীরা ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন।

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments