নিউজ ডেস্ক: আশা ছিল, তবে আশা পূরণ হলনা! মহার্ঘ ভাতার (DA) আশাপূরণ হল না! এবার অ্যালেন পার্ক থেকে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা এল না। ফলে কিছুটা আশাহত রাজ্য সরকারি কর্মীরা।
গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারও অনেক আশা তৈরি হয়েছিল। ডিএ বৃদ্ধির আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু এবার সেরকম কোনও ঘোষণা করলেন না মুখ্যমন্ত্রী।
২০২৪ সালে ৮% DA বেড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের। সেটার সুবাদে আপাতত পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। যা ২০২৪ সালের এপ্রিল থেকে কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএয়ের ফারাক হল ৩৯ শতাংশ। কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ ডিএ পান।
তবে আগামী বছর বাজেটে ডিএ বাড়ানো হতে পারে আশা করছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বাজেটে ডিএ বাড়ানো হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে, ততক্ষণ নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না।