মাত্র ৪ শতাংশ ডিএ! সরকারি অফিসগুলোতে পাল্টা কর্মসূচির ঘোষণা, দিতেই বকেয়া DA…

4207
মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

নিউজ ডেস্ক: ডিএ ঘোষণা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি তৃণমূল-ঘনিষ্ঠ সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। এই অবস্থায় পাল্টা কর্মসূচি নিল বিরোধীরা। 

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলনরত সংগঠনগুলি পুরো ডিএ মিটিয়ে দেওয়ার দাবিতে সরব রয়েছে। ডিএ নিয়ে দাবি পূরণ না হওয়ায় ১৮ এবং ১৯ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে পাল্টা প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করবে বামপন্থী সরকারি কর্মচারী সংগঠন কো-অর্ডিনেশন কমিটি। 

তৃণমূল কর্মচারী ফেডারেশনের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘যে কোনও সরকারি কর্মচারী সংগঠনের কর্তব্য হল সরকারি কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত করা। কিন্তু দেখা যাচ্ছে, তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্য সরকারের পদলেহন করে রাজনৈতিক সংগঠনের মতো কাজ করছে যা কোনও সরকারি কর্মচারী সংগঠনের পক্ষে কাম্য নয়। ডিএ নিয়ে সরকার কর্মচারীদের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা যে ভাবে আন্দোলন চালাচ্ছি, সে ভাবেই আন্দোলন চলবে।’’

কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘‘সরকারি কর্মচারীরা বঞ্চিত হলে সরকার তথা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়, তা হলে তা পদলেহন ছাড়া আর কিছু বলা যায় না। তাই দাবি আদায়ের জন্য আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। তাই আমরা দু’দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছি। আগামী ১৮-১৯ তারিখে রাজ্যের সরকারি অফিসে প্রতিবাদ কর্মসূচি হবে।’’

পড়ুন:  শিক্ষক সহ কয়েক লক্ষ ছেলেমেয়ের নিয়োগ বন্ধ হয়ে আছে! কারণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ৪ শতাংশ ডিএ ঘোষণা করায় ডিএ বেড়ে হয়েছে ১৮ শতাংশ। কেন্দ্রীয় সরকার বর্তমানে ৫৩ শতাংশ ডিএ দিচ্ছে। সেই তুলনায় ৩৫ শতাংশ ডিএ-র ফারাক রয়েছে। অবিলম্বে এই ডিএ মিটিয়ে দেওয়ার দাবি উঠছে।