DA NEWS: মণিপুরে ৭% মহার্ঘ ভাতা বৃদ্ধি, পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের হতাশা অব্যাহত

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য এখনও এমন কোনও সুখবর আসেনি। রাজ্যের কর্মীরা মাত্র ১৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৫৩ শতাংশ....

379
পুজো বোনাসের ঘোষনা মহার্ঘ ভাতা ডিএ

DA NEWS: ২০২৫ সাল মণিপুরের সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এল। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ঘোষণা করেছেন, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৭ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করা হয়েছে। নতুন বছরের প্রথম দিন থেকেই এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। এর ফলে মণিপুরের কর্মীরা এখন থেকে মোট ৩৯ শতাংশ ডিএ পাবেন, যা আগে ছিল ৩২ শতাংশ।

নতুন বছরের খুশির খবর মণিপুরে

মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের এই ঘোষণায় মণিপুরের সরকারি কর্মীরা খুশির হাওয়া বইছে। নতুন বছরে ডিএ বৃদ্ধির ফলে তাঁদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। এটি মণিপুর সরকারের কর্মীদের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলায় ডিএ পরিস্থিতি

পড়ুন:  সরকারি কর্মীদের অবসরের বয়স কি ৬৫ বছর হচ্ছে? বয়স নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার

অন্যদিকে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য এখনও এমন কোনও সুখবর আসেনি। রাজ্যের কর্মীরা মাত্র ১৪ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা যেখানে ৫৩ শতাংশ ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের কর্মীরা প্রায় ৩৯ শতাংশ কম পাচ্ছেন। এই বিশাল ব্যবধান নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমা হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।

পড়ুন:  SSC: মোট ১,৮৭২ জনের তালিকা প্রকাশ এসএসসির! কাদের নাম আছে? জেনেনিন বিস্তারিত

এরাজ্যের সরকারি কর্মীদের দাবি

রাজ্যের সরকারি কর্মীরা বারবার মহার্ঘ ভাতা বাড়ানোর দাবি জানালেও এখনও তাতে সাড়া মেলেনি। বিভিন্ন আন্দোলন ও আইনি পদক্ষেপেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। বর্তমান পরিস্থিতিতে মণিপুরের ঘোষণার পর রাজ্যের কর্মীদের হতাশা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পড়ুন:  BEd: শুধুমাত্র প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে এসএসসি চিঠিতে ‘বিএড ডিগ্রি’ উল্লেখ করা হয়েছে

তুলনামূলক চিত্র

মণিপুরের ডিএ: ৩৯% (৭% বৃদ্ধি)

পশ্চিমবঙ্গের ডিএ: ১৪%

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ: ৫৩%

রাজ্য সরকারি কর্মীদের প্রত্যাশা

নতুন বছরে মণিপুরের মতো পশ্চিমবঙ্গেও মহার্ঘ ভাতা বৃদ্ধির কোনও সুখবর আসবে কি না, তা এখন দেখার বিষয়। রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ ঘোষণার প্রত্যাশায় রয়েছেন।