পশ্চিমবঙ্গ: ‘সবটাই ক্লিয়ার করব…’, ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর যা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

29925
মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

নিউজ ডেস্ক: সদ্য পেশ করা রাজ্য বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আশা ছিল ডিএ ঘোষনা হবে, সেটাই হয়েছে। রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ঘোষণায় কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয়। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। 

বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডিএ-র বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম ১২৫ শতাংশ দিতাম। এখন আবার ৪ শতাংশ বাড়ানো হল। ধাপে ধাপে আরও বাড়বে। আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই কাজ। কেন্দ্রীয় সরকার কিছু না করলে তারা চুপ থাকে…’

৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে ফারাক রইল ৩৫ শতাংশ। এই প্রসঙ্গে মমতা জানান, এই ফারাকও ধীরে ধীরে কমে আসবে। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিনে সবটা হয় না। আমরা সবটাই ক্লিয়ার করব। ফেজ় বাই ফেজ় হবে। এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমাদের টাকা আসবে, দেবো। পে কমিশনের টাকা-সহ এই ডিএ। ভবিষ্যতে আরও পাবেন। আমরা সবটাই ক্লিয়ার করব।’ 

পড়ুন:  'দুপুর ২টোর মধ্যে...' 'ডাল মে কালা, ইয়া সব কুছ হি কালা হ্যায়' SSC নিয়ে সুপ্রিম কোর্ট

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অর্থাৎ এবারে রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য মহার্ঘ ভাতার তফাত ছিল ৩৯ শতাংশ। বাজেটে নতুন করে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশ। মমতা জানিয়েছেন, আরও দেওয়া হবে। ধাপে ধাপে সবটা ক্লিয়ার করার চেষ্টা হবে। যখন সময় আসবে সরকারি কর্মীরা আরও ডিএ পাবেন। তবে এটা বলাই যায় যে বাজেটে ৪ শতাংশ ডিএ ঘোষনা হওয়ায় সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও বড় অংশই আশাহত হয়েছেন। তাঁরা আরও বেশি ডিএ ঘোষণার অপেক্ষায় ছিলেন।