নিউজ ডেস্ক: পেশ হতে চলেছে রাজ্য বাজেট। বিভিন্ন কর্মীর বেতন বৃদ্ধি ও নিয়োগ ঘোষণার সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে। এবারে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ হবে। তাতে শিক্ষা ও সমাজকল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট ঘোষণা নিয়ে আশায় রয়েছেন এরাজ্যের সরকারি কর্মীরা।
বাজেটে ৩৯% ডিএ না পেলে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সব বকেয়া ডিএ বাজেটে ঘোষণার মাধ্যমে দিয়ে দেওয়ার দাবি জানাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই বিষয়ে কোর কমিটির সদস্য নির্ঝর কুণ্ডু বলেন, ‘রাজ্য সরকার সরকারি কর্মচারীদের সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিক। সরকার এটা করতে বাধ্য। আমরা আরও বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। অপেক্ষা করার একটা সীমা থাকে। ডিএ দেবেন কি দেবেন না, তা মুখ্যমন্ত্রীর সদিচ্ছার ওপরে নির্ভর করছে না। বকেয়া ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দিক।’
কিছুদিন আগেই মহার্ঘ ভাতার (DA) ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। পরে অষ্টম বেতন কমিশন গঠনের কথাও বলা হয়। কত শতাংশ ডিএ দেওয়া হবে এরাজ্যের সরকারি কর্মচারীদের? বাজেট অধিবেশনের আগে অঙ্ক কষছে পশ্চিমবঙ্গ অর্থ দফতর। তবে সূত্র অনুযায়ী রাজ্যের সরকারি কর্মীদের ৪ থেকে ৬ শতাংশ ডিএ দেওয়ার বিষয়ে হিসাব নিকাশ চলছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ১৪% হারে। ফলে এরাজ্যের সরকারি কর্মীরা ৩৯ শতাংশ ডিএ কম পাচ্ছেন।