DA HIKE: বকেয়া ডিএ মেটানো হবে কিস্তিতে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করা হল

বিভিন্ন রাজ্য ডিএ ঘোষনা করলো এরাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না রাজ্য সরকার। এখন জল্পনা চলছে তবে কি ডিসেম্বরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা...

5960
পুজো বোনাসের ঘোষনা মহার্ঘ ভাতা ডিএ

DA HIKE: সদ্যই ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৫০ শতাংশ থেকে বেড়ে ৫৩ শতাংশ হয়েছে। কেন্দ্রের ঘোষণার পরেই বিভিন্ন রাজ্য তাঁর কর্মীদের জন্য ডিএ ঘোষনা করছে। এবার ফের আরও এক রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণাকরেছে। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে সকল সরকারি কর্মীরা ডিএ পান, তাঁদের নয় শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে সরকার তরফে। শুধু তাই নয়, তাদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি এই ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার।

সম্প্রতি রাজ্যের অর্থ দফতরের তরফে মহার্ঘ ভাতা নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নয় শতাংশ বাড়ানো হচ্ছে। যা কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি থেকে। জানিয়ে রাখি, এর আগে ২৩০ শতাংশ হারে মহার্ঘ ভাতা প্রদান করা হত এই সরকারি কর্মীদের। এবার তা বেড়ে হচ্ছে ২৩৯ শতাংশ।

পড়ুন:  'কর্মীরা বলে বেড়াচ্ছেন সরকার ডিএ দেবে না…', ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টে বলা…এল বিস্ফোরক দাবি

এই বর্ধিত হারে ডিএ নভেম্বর মাসের বেতনের সঙ্গেই মিলবে। অর্থাৎ এবার থেকে সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ২৩৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। পাশাপাশি নয় মাসের বকেয়া ডিএ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে কিস্তিতে মিলবে সেই বকেয়া। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ আছে তা চার কিস্তিতে সমপরিমাণ টাকা দিয়ে মিটিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পড়ুন:  সরকারি কর্মীদের জন্য দারুন খবর: ন্যূনতম বেসিক বেতন পৌঁছাতে পারে ৩৪ হাজারের উপরে, পরিবর্তন আসবে ডিএ গণনার নিয়মেও

নভেম্বর বাদ দিয়ে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে মাসে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা। সরকারি ঘোষণায় আরও বলা হয়েছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে কোনো রাজ্য সরকারি কর্মচারীর যদি মৃত্যু হয়ে থাকে তাহলে তিঁনি যার নাম উল্লেখ করে গিয়েছিলেন, তাকে ডিএ দেওয়া হবে।

পড়ুন:  'তবে ডিএর কথা শোনান নি...,’ সুপ্রিম কোর্টে DA মামলার শুনানির আগেই এল বড় দাবি

অবসরপ্রাপ্তদের এরিয়ারের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। উৎসবের আবহে সরকারি ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মীরা। বিভিন্ন রাজ্য ডিএ ঘোষনা করলো এরাজ্যের সরকারি কর্মীদের ডিএ নিয়ে কোনও উচ্চবাচ্য করছে না রাজ্য সরকার। এখন জল্পনা চলছে তবে কি ডিসেম্বরেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর ঘোষণা করা হবে?