নিউজ ডেস্ক: কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই ঘোষণার পর উপকৃত হয়েছেন মোট ১ কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা। কেন্দ্র সরকার ডিএ ঘোষণার পরেই বিভিন্ন রাজ্যগুলোও কর্মীদের জন্য ডিএ ঘোষনা করছে।
কেন্দ্রীয় সরকার ৩% মহার্ঘ ভাতা ঘোষণার পর মোট ৫৩% হয়েছে। বিভিন্ন রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়ে চলেছে। সর্বশেষ পাঞ্জাব সরকার আজ ৪% ডিএ বৃদ্ধি করেছে। সে রাজ্যে রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন ৪২% ডিএ। যদিও এরাজ্যে ডিএ-র দেখা নেই। ডিএ দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠিও পাঠাচ্ছে বিভিন্ন কর্মী সংগঠন।
সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সবচেয়ে ডিএ কম পাচ্ছেন। এরাজ্যের কর্মীরা মাত্র ১৪% ডিএ পাচ্ছেন। ত্রিপুরাতেও ডিএ দেওয়া হচ্ছে ৩০%। বেশিরভাগ রাজ্যে কেন্দ্রের মতই ৫৩% ডিএ দেওয়া হচ্ছে।
এর ফলে বঞ্চিত হচ্ছেন বাংলার সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের ক্ষুব্ধ সরকারি কর্মচারীদের বক্তব্য, অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তাঁদের দাবি, সরকারি কর্মীদের প্রাপ্য অর্থ না দিয়ে রাজ্য সরকার ভোট রাজনীতির খেলা খেলছে। এই সরকার কর্মচারী স্বার্থ বিরোধী সরকার। বকেয়া ডিএ দেওয়া নিয়ে এই মুহূর্তে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। সেই দিকেও তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মীরা।