৪% DA ঘোষণায় অখুশি সরকারি কর্মীদের নয়া পদক্ষেপ, চাপে পড়বে মমতা সরকার?

3502
মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

নিউজ ডেস্ক: সদ্য পেশ করা রাজ্য বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আশা ছিল ডিএ ঘোষনা হবে, সেটাই হয়েছে। রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা তথা ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে। ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই ঘোষণায় কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয়।  

ডিএ ইস্যুতে সুপ্রিম কোর্টে নয়া পদক্ষেপ নিলেন বাংলার সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে যে বকেয়া ডিএ মামলা চলছে, তা নিয়ে শীর্ষ আদালতের রেজিস্ট্রারের কাছে ইমেল পাঠানো হল সরকারি কর্মীদের তরফে বলে খবর।

DA ইস্যুতে আদালতে নতুন মেইল করা হয়েছে সেটা বলে দাবি করলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ডিএ মামলা সত্বর শোনার জন্য মাননীয় সর্বোচ্চ আদালতের রেজিস্টারের কাছে ১২|০২|২৫ অনুরোধ জানিয়ে মেল করা হয়।’

পড়ুন:  সময়ে সময়ে বেতন বৃদ্ধি হলেও সমানে ঠকেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা! DA মামলার মাঝেই ডিএ এবং পে কমিশন নিয়ে শোরগোল

রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যে মেল করা হয়েছে, তাতে ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ শেখর কুমার জানিয়েছেন, ডিএ মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিন হিসেবে শীর্ষ আদালতের ওয়েবসাইটে ২৫ মার্চ (২০২৫ সাল) দেখানো হচ্ছে। সেদিন যাতে শীর্ষ আদালত সেই মামলা শোনে, সেই আর্জি জানানো হচ্ছে।গত ৭ জানুয়ারি শেষবার সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠেছিল। তবে সেইসময় শীর্ষ আদালতে শুনানি পিছিয়ে গিয়েছিল। মার্চে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে বলে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে।

পড়ুন:  SSC: আমরা কী করতে পারি? ২৬ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব বলে মন্তব্য সুপ্রিম কোর্টের

গতকাল বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকরা যখন ডিএ-র বিষয় নিয়ে প্রশ্ন করেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম ১২৫ শতাংশ দিতাম। এখন আবার ৪ শতাংশ বাড়ানো হল। ধাপে ধাপে আরও বাড়বে। আর যারা বিরোধিতা করছে তাদের ওটাই কাজ। কেন্দ্রীয় সরকার কিছু না করলে তারা চুপ থাকে…’

পড়ুন:  দুর্নীতির জন্য বন্ধ শিক্ষক নিয়োগ, পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে না, এবার কলেজেও দুর্নীতি! বিরাট মন্তব্য প্রধান বিচারপতির

৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে ফারাক রইল ৩৫ শতাংশ। এই প্রসঙ্গে মমতা জানান, এই ফারাকও ধীরে ধীরে কমে আসবে। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিনে সবটা হয় না। আমরা সবটাই ক্লিয়ার করব। ফেজ় বাই ফেজ় হবে। এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমাদের টাকা আসবে, দেবো। পে কমিশনের টাকা-সহ এই ডিএ। ভবিষ্যতে আরও পাবেন। আমরা সবটাই ক্লিয়ার করব।’