DA NEWS: জানুয়ারি থেকে বাড়বে ডিএ, মাত্র ১ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে সরকারি কর্মীদের? জেনেনিন কারণ

সদ্যই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের পথে হেঁটে বিভিন্ন রাজ্য ডিএ বাড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মুখে হাসি ফোটেনি।

3595
DA News মহার্ঘ ভাতা

DA NEWS: সদ্যই ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের পথে হেঁটে বিভিন্ন রাজ্য ডিএ বাড়িয়েছে। তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মুখে হাসি ফোটেনি। কারণ এরাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষনা করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এরই মধ্যে ফের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

পড়ুন:  কলেজ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক-উপাচার্য নিয়োগে বিরাট বদল আনছে ইউজিসি

অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে থাকে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেভাবে ভাবে বাড়বে, তার ওপর নির্ভর করেই ডিএ বাড়াবে কেন্দ্র সরকার। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সেপ্টেম্বরের মূল্যবৃদ্ধি সূচক।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বেড়েছে ০.৭ পয়েন্ট। হিসাব অনুযায়ী বর্তমানে সর্বভারতীয় মূল্যবৃদ্ধি সূচক দাঁড়িয়ে ১৪৩.৩ পয়েন্টে। এর আগে জুলাই মাসে মূলবৃদ্ধি সূচক বেড়ে ১৪২.৭ পয়েন্ট হয়েছিল। আর অগস্ট মাসে কনজিউমার প্রাইস ইন্ডেক্স কম গিয়ে ১৪২.৬ পয়েন্ট হয়েছিল।  

বর্তমান পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী, সরকারি কর্মীদের ডিএ বেড়ে ৫৪ শতাংশ হতে পারে। অর্থাৎ, যদি এই হারে মূল্যবৃদ্ধি হয়, তাহলে মাত্র ১ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। যদিও জানুয়ারিতে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ভর করবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের মূল্যবৃদ্ধির সূচকও। এখন দেখার কত শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র সরকার।

পড়ুন:  UGC NET 2025: ইউজিসি নেট পরীক্ষার জন্য আবেদন শুরু, পরীক্ষা 21 জুন থেকে 30 জুন, সহকারী অধ্যাপক হওয়ার সুযোগ