পশ্চিমবঙ্গ: ৪ শতাংশ ডিএ বৃদ্ধির নোটিশ দেওয়া হল, দেখেনিন এক ক্লিকেই

2547
মহার্ঘ ভাতা ডিএ মমতা বন্দ্যোপাধ্যায় da

ডিএ বৃদ্ধি: অবশেষে মহার্ঘ ভাতা বৃদ্ধির নোটিশ হল। ৪ শতাংশ ডিএ বৃদ্ধির নোটিশ দেওয়া হল। ০১/০৪/২৫ থেকে এই অতিরিক্ত ডিএ পাওয়া যাবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মোট ডিএ পাবেন ১৮ শতাংশ। যদিও এই ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকটাই কম। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন ৫৩ শতাংশ। যেখানে এরাজ্যের সরকারি কর্মীরা পাবেন ১৮ শতাংশ। অর্থাৎ, ৩৫ শতাংশ ডিএ কম পাবেন বাংলার সরকারি কর্মীরা।

পড়ুন:  হল বেতন বৃদ্ধি! উপকৃত হবেন প্রায় ৪০ হাজার শিক্ষক ও শিক্ষিকা, ফেব্রুয়ারি থেকেই কার্যকর

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা নিয়ে দ্বিধাবিভক্ত এই রাজ্যের সরকারি কর্মীরা। এই ঘোষণায় কর্মীদের একাংশ উচ্ছ্বসিত হলেও অন্য অংশ খুশি নয়। যেখানে ৩৯ শতাংশ ডিএ বাকি ছিল, সেখানে মাত্র ৪ শতাংশ ডিএ ঘোষনা নিয়ে অখুশি সরকারি কর্মীদের বড় অংশই।

রাজ্য সরকারের চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে ভিক্ষার সঙ্গে তুলনা করে সরকারি কর্মচারীরা সাফ জানিয়ে দিয়েছিলেন, “আমরা ভিক্ষা চাই না, ন্যায্য পাওনা চাই৷”

৪ শতাংশ ডিএ বৃদ্ধির পরেও কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে ফারাক রইল ৩৫ শতাংশ। এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এই ফারাকও ধীরে ধীরে কমে আসবে। এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘একদিনে সবটা হয় না। আমরা সবটাই ক্লিয়ার করব। ফেজ় বাই ফেজ় হবে। এতগুলি প্রকল্প চালিয়ে যখন যেমন আমাদের টাকা আসবে, দেবো। পে কমিশনের টাকা-সহ এই ডিএ। ভবিষ্যতে আরও পাবেন। আমরা সবটাই ক্লিয়ার করব।’

পড়ুন:  আপার প্রাইমারি পে স্কেল: রাজ্যে ১৪০৫২ জন শিক্ষক পদে নিয়োগ পাচ্ছেন, বেতন-ডিএ-এইচআরএ দিয়ে হাতে মাসিক কত আসবে তাঁদের?

এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন, “রাজ্য সরকার পূর্ব ঘোষিত ৪% ভিক্ষার মহার্ঘ ভাতার নোটিফিকেশন প্রকাশ করে সুপ্রিম কোর্টের লড়াই প্রশমণ করছে, আগামী শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে আইনি লড়াই আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে।”