DA CASE: সময় নেই, ফের DA মামলার শুনানি পিছিয়ে গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে ফের বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি পিছিয়ে গেল। পঞ্চম বেতন কমিশনের আওতায় যে ডিএ মামলা চলছে, সেটার ১৪ তম শুনানি ছিল আজ। তবে তা পিছিয়ে গিয়েছে।
মঙ্গলবার দুপুর ৩ টে ৩০ মিনিট নাগাদ শীর্ষ আদালতের চতুর্থ আদালতকক্ষে (বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ) ডিএ মামলা ওঠে। কিন্তু সময়ের অভাবে সেই মামলার শুনানি হয়নি। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, ডিএ মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে।
আজ সময়ের অভাবে সেটা হচ্ছে না। আগামী মার্চে ফের শুনানি হবে। তবে পরবর্তী শুনানি ঠিক কবে হবে, তা নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। আইনজীবীরা জানিয়েছেন যে বিচারপতি রায়ের অবসরের দিন চলে আসায় নয়া বেঞ্চে ডিএ মামলা উঠবে। তাই ঠিক কবে ডিএ মামলা ফের উঠবে, তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।
এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের কিংকর অধিকারী বলেন, “গুরুত্বহীন ভাবে ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে দেওয়া হল। বিচার ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা বজায় রাখতে গেলে বিচারকদেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। কিন্তু সেই ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না। বিচারপতির এই ভূমিকায় আমরা সবাই অত্যন্ত হতাশ। আমরা প্রধান বিচারপতির উদ্দেশ্যে এর প্রতিবাদে এবং দ্রুত শুনানির দাবিতে গণ মেল কর্মসূচির ডাক দেব।”