Awas Yojana: যাঁদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই বা জায়গার অভাবে তাঁরা বাড়ি করতে পারছেন না। তাঁদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। ভূমিহীনদের জন্য এবার ২ কাঠা করে জমি দেওয়া হবে! মানবিক রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত।
তৃণমূল সরকার সিদ্ধান্ত নিয়েছে ভূমিহীন আবাস যোজনার উপভোক্তাদের জমি (land) দান করার। সেই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি। রাজ্যে আবাস যোজনা (Awas Yojana) উপভোক্তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের বাড়ি তৈরি করার জন্য জায়গা না থাকায় তাঁরা বাড়ি করতে পারছেন না। তাঁদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। রাজ্য এবার ভূমিহীনদের জমি দেবে, আবার সেই জমিতে বাড়িও তৈরি করে দেবে।
আসন্ন ডিসেম্বরের মধ্যেই ১১ লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষা। স্বচ্ছতা মেনেই তালিকা প্রস্তুত করে শুরু হবে প্রথম কিস্তির টাকা প্রদানের কাজ। আবাস যোজনার এই কাজের তদারকিতেই সামনে আসে, অনেকেই জায়গার অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের কোনও জমি নেই, তাদের দু’কাঠা করে জমি দেওয়া হবে।
যাঁদের জমি নেই এমন উপভোক্তাদের নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য জেলাশাসক ও ডিএলআরও-দের (DLRO) কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, খাস জমিতে সরকার তাঁদের বাড়ি তৈরি করে দেবে।
বিগত আড়াই বছর ধরে কেন্দ্রের বঞ্চনা শিকার বাংলা। মোদি সরকার বাংলাকে বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার নিজেই সাধারণ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে।