Homeপশ্চিমবঙ্গএকাদশের ফল প্রকাশের আগেই তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরুর সিধান্ত! কেউ অকৃতকার্য হলে...

একাদশের ফল প্রকাশের আগেই তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরুর সিধান্ত! কেউ অকৃতকার্য হলে কি হবে?

নিউজ ডেস্ক: একাদশ শ্রেণির ফলাফল প্রকাশের আগেই এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এই নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত মনোবৈজ্ঞানিকভাবে অযৌক্তিক এবং ছাত্র-ছাত্রীদের ওপর এর প্রভাব হবে ক্ষতিকর।  

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “ফল না দেখেই ক্লাস শুরু করলে পরবর্তীতে যারা অকৃতকার্য হবে, তাদের একাদশে ফেরত পাঠানো হবে। এটি শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়াবে, আত্মবিশ্বাসে আঘাত করবে।” সংগঠনের দাবি, এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফল প্রকাশের পর ক্লাস শুরু করা হোক। এর আগে প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও খাতা মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।  

বইয়ের অভাব ও মূল্যায়ন নিয়ে উদ্বেগ

কিংকর অধিকারীর মতে, “এখনো পর্যন্ত কাউন্সিলের নতুন বই স্কুলে পৌঁছায়নি। শিক্ষকরা কবে বই পাবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বই ছাড়া কীভাবে তারা সিলেবাস পড়াবেন বা নিজেরা প্রস্তুত হবেন?” এপ্রিলের প্রথম সপ্তাহজুড়ে স্কুলগুলোতে প্রথম পর্যায়ের পার্বিক মূল্যায়নও চলবে বলে জানানো হয়েছে। ফলে, নতুন সেমিস্টারের প্রস্তুতির জন্য সময়সীমা আরও সংকুচিত হচ্ছে।  

দাবি পুনর্ব্যক্ত

পড়ুন:  BIG NEWS: শিক্ষক-শিক্ষিকাদের জন্য মিউচ্যুয়াল ট্রান্সফার চালু, জেনারেল ট্রান্সফারে কি হবে?

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে, ফল প্রকাশ ও প্রয়োজনীয় প্রস্তুতির পর তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। এ বিষয়ে শিক্ষা কাউন্সিলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।  

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments